সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা তোলার উর্ধ্বসীমায় এবার ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক৷ রিটেলারদের সুবিধা করতে টাকা তোলার ক্ষেত্রে নিয়মকানুন লঘু করা হল৷ অর্থাৎ এবার যে কোনও অঙ্কেরই টাকা তুলতে পারবেন৷
নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকেই বিপাকে পড়েছেন রিটেলাররা৷ যেহেতু টাকা তোলার উর্ধ্বসীমা স্থির করে দিয়েছিল প্রশাসন, তাই ব্যবসার টাকা জমা দিচ্ছিলেন না তাঁরা৷ কেননা টাকা জমা দিয়ে পরে তুলতে না পারায় অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন ব্যবসায়ীরা৷ এই সমস্যা দূর করতেই সম্প্রতি উদ্যোগ নিল আরবিআই৷ জানানো হল, নির্দিষ্ট শর্ত মেনেই উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে৷ ফলত রিটেলাররা তাঁদের প্রতিদিনের লেনদেনের টাকা ব্যাঙ্কে জমা রাখবেন৷ এবং নির্দিষ্ট প্রমাণ দিয়ে প্রয়োজনমতো টাকা তুলতেও পারবেন৷ তবে ২০০০ ও ৫০০-তেই সেই টাকা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে৷ খুব শিঘ্রই লাগু হচ্ছে এই নিয়ম৷
The post টাকা তোলার আর কোনও উর্ধ্বসীমা থাকল না! appeared first on Sangbad Pratidin.