সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চিন ও পাকিস্তানের বিরুদ্ধে দু’মুখী লড়াইয়ের জন্য প্রস্তত রয়েছি আমরা।’ সোমবার সাংবাদিকদের একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে এই মন্তব্যই করলেন ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া (Rakesh Kumar Singh Bhadauria)।
সোমবার একটি অনুষ্ঠানে বায়ুসেনা প্রধানের কাছে চিন ও পাকিস্তানের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ হলে ভারত কতটা প্রস্তুত তা জানতে চান সাংবাদিকরা। তার জবাব দিতে গিয়ে এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া বলেন, ‘আমাদের প্রতিবেশীদের কেউ কেউ যে পরিস্থিতি তৈরি করেছে তার ফলে চারিদিকে উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আমরা একসঙ্গে দুদিকেই যেকোনও লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছি। আমি আপনাদের অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে একথা বলতে চাই যে দক্ষতার দিক থেকে আমরা সেরাদের মধ্যে অন্যতম। আমরাদের যোগ্যতা আমাদের পরামর্শদাতাদেরও আশ্চর্য্য করেছে। আসলে খুব দ্রুত গতিতে নিজেকে বদলে ফেলেছে ভারতীয় বায়ুসেনা (IAF)।’
[আরও পড়ুন: উলটপুরাণ! উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কাকে পুলিশি হেনস্তার নিন্দায় সরব বিজেপি নেত্রী ]
লাদাখে চিনের মোকাবিলা করার জন্য কি তাঁরা যথেষ্ট তৈরি রয়েছেন? এর উত্তরে ভারতীয় বায়ুসেনা খুব ভাল অবস্থায় রয়েছে উল্লেখ করে এয়ার চিফ মার্শাল বলেন, ‘আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কারণ, যে কোনও সংকটের মোকাবিলার জন্য আমরা তৈরি রয়েছি। ভবিষ্যতে যে কোনও ধরনের যুদ্ধজয়ের ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।’
তবে লাদাখ নিয়ে চিনকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি আলোচনার বার্তাও দিয়েছেন তিনি। বলছেন, ‘লাদাখের পরিস্থিতি প্রমাণ করেছে, আমাদের সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত এবং সতর্ক। এটা একটা উদাহরণ। প্রয়োজন হলে বায়ুসেনাও তার দক্ষতা প্রমাণ করবে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তা সফল না হলে যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি আমরা।’