সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যাতেই গড়ে উঠবে রাম মন্দির, সাফ কথা কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর৷ তিনি বলেছেন, “রাম মন্দিরের জন্য জেলে যেতেও আমার আপত্তি নেই৷ এমনকী প্রয়োজনে আমি ফাঁসির দড়ি গলায় পরতেও রাজি৷” খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের৷
শনিবার কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী বলেন, “রাম মন্দির আমার বিশ্বাসের জায়গা৷ আমি তার জন্য অসম্ভব গর্বিত৷ …তার জন্য জেলে যেতেও আমি তৈরি৷ অযোধ্যায় রাম মন্দির গড়তে আমি ফাঁসির দড়িও গলায় পরতে রাজি৷” এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান বিজেপির এই ‘ফায়ারব্র্যান্ড’ নেত্রী৷
এদিনের বৈঠকে কি রাম মন্দির ইস্যুতে কোনও কথা হয়েছে আদিত্যনাথের সঙ্গে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিজেপি নেত্রীর বক্তব্য, “রাম মন্দির নিয়ে আমাদের আলাদা করে কথা বলার কী দরকার? আমি বা যোগী কেউই এই ইস্যুর সঙ্গে অপরিচিত নেই৷” ঘটনা হল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গুরু মোহান্ত অবৈদ্যনাথ এই মন্দির আন্দোলনের অন্যতম পরিচিত মুখ৷
উমা ভারতী জানান, তিনি এই বিষয়ে খুব বেশি কথা বলতে পারবেন না কারণ, বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন৷ প্রায় ছয় বছর ধরে মামলাধীন রাম মন্দির সমস্যার সমাধান পারস্পরিক আলোচনার মাধ্যমে করার পরামর্শ দিয়েছে দেশের শীর্ষ আদালত৷ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর ফাইল করা একটি পিটিশনের শুনানির পর সর্বোচ্চ আদালত জানায়, যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয় শুধু মাত্র তখনই আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবে৷ স্বামীর পিটিশনের শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের ডিভিশন বেঞ্চ জানায়, যেহেতু রাম জন্মভূমি বিতর্ক অত্যাধিক ধর্মীয় স্পর্শকাতর বিষয়, তাই দুই সম্প্রদায়ের আবেগের কথা মাথায় রেখে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করাই শ্রেয়৷
The post অযোধ্যায় রাম মন্দিরের জন্য ফাঁসি যেতেও রাজি উমা ভারতী appeared first on Sangbad Pratidin.