shono
Advertisement

পুলিশের হাতে আটক এক ইনিংসে হাজার রানের রেকর্ডধারী

খেলার মাঠ বন্ধ করে ভিভিআইপি’র হেলিপ্যাড তৈরির বিরুদ্ধে প্রতিবাদের শাস্তি! The post পুলিশের হাতে আটক এক ইনিংসে হাজার রানের রেকর্ডধারী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:32 PM Dec 18, 2016Updated: 03:02 PM Dec 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রণব ধনওয়াড়ে৷ নামটা মনে আছে? ক্রিকেট যাঁরা ভালবাসেন, বিশেষ করে তাঁদের মনে থাকার কথা এই নাম৷ এই সেই বিস্ময় বালক, ৩২৩ বল খেলে ১০০৯ রানের মহাজাগতিক ইনিংস খেলে যে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল৷ আজ ফের খবরের শিরোনামে মুম্বইয়ের এই উঠতি ক্রিকেটার৷ তবে পুলিশের হাতে আটক হয়ে৷

Advertisement

মুম্বইয়ের কল্যাণ এলাকার সুভাষ ময়দানে খেলে প্রণব ও তাঁর বন্ধুরা৷ অভিযোগ, সম্প্রতি খেলতে গেলে পুলিশের নিরাপত্তাকর্মী আটকান তাদের৷ না খেলতে দেওয়ার কারণ জানতে চায় প্রণবরা৷ পুলিশকর্মী জানান, ভিভিআইপি দর্শনে আসবেন ফলে মাঠটিকে হেলিপ্যাড হিসেবে ব্যবহার করা হবে৷ ফলে তাঁদের মাঠে খেলতে দেওয়া যাবে না৷ এরপরই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ৷ স্থানীয় পুলিশ আধিকারিক ডিএস সূর্যবংশী জানান, পুলিশের কাছে মাঠ দখলের অনুমতিপত্র দেখতে চেয়েছিল প্রণব৷ সেই কারণেই তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছিল৷ পরে ছেড়েও দেওয়া হয়৷

প্রসঙ্গত, হেলিকপ্টারে কল্যাণ এলাকা পরিদর্শনে আসার কথা ছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের৷ পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, খেলার মাঠকে এভাবে হেলিপ্যাড হিসেবে ব্যবহার করা উচিত নয়৷ ফলে তিনি এবারে সড়ক পথেই পরিদর্শনে আসবেন৷

The post পুলিশের হাতে আটক এক ইনিংসে হাজার রানের রেকর্ডধারী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement