shono
Advertisement

আক্রান্তদের সুস্থ করতে প্লাজমা দিচ্ছেন করোনামুক্ত ৩০০ জন তবলিঘি জামাত সদস্য

রবিবারই এই বিষয়ে অনুরোধ জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। The post আক্রান্তদের সুস্থ করতে প্লাজমা দিচ্ছেন করোনামুক্ত ৩০০ জন তবলিঘি জামাত সদস্য appeared first on Sangbad Pratidin.
Posted: 05:36 PM Apr 27, 2020Updated: 07:04 PM Apr 27, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাকে কুপোকাত করে যাঁরা জয়ী হয়েছেন। রবিবার তাঁদের কাছে রক্তের প্লাজমা দেওয়ার আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপরই করোনামুক্ত তবলিঘি জামাত সদস্যদের কাছে একই অনুরোধ করেছিলেন এই সংস্থার প্রধান মৌলানা সাদ। তাতে সাড়া দিয়ে রক্তের প্লাজমা দান করার আবেদন জানালেন তবলিঘি জামাতের ৩০০ জন সদস্য। তাঁদের এই সিদ্ধান্তের কথা শুনে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা।

Advertisement

রবিবার অরবিন্দ কেজরিওয়াল অনুরোধ করেছিলেন, ‘যাঁরা করোনাকে হারিয়েছেন তাঁরা এগিয়ে আসুন। আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের চিকিৎসার জন্য রক্তের প্লাজমা দান করুন। আমরা সবাই করোনা ভাইরাসের ফলে তৈরি হওয়া এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইছি। যদি আগামীকাল একজন হিন্দু রোগী আশঙ্কাজনক অবস্থায় থাকে, তাহলে কে জানে যে তিনি একজন মুসলিমের দেওয়া প্লাজমা থেকে সুস্থ হবেন না। অথবা যদি একজন মুসলিম রোগী গুরুতর অসুস্থ অবস্থায় থাকেন তাহলে তাঁকে হয়তো সুস্থ বাঁচাবেন কোনও হিন্দু।’

[আরও পড়ুন: লুডো খেলায় বারবার জিতছেন স্ত্রী, রাগে বধূর শিরদাঁড়া ভেঙে দিলেন স্বামী!]

 

তবলিঘি জামাতের প্রধান মৌলানা সাদ বলেছিলেন, ‘করোনার সঙ্গে যুদ্ধে করে তবলিঘি জামাতের যে সদস্যরা সুস্থ হয়েছেন। তাঁরা সবাই এগিয়ে আসুন। এই মারণ ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নিজেদের রক্তের প্লাজমা দান করুন।’

দিল্লির মুখ্যমন্ত্রী ও তবলিঘি জামাতের প্রধানের অনুরোধের পরেই সুস্থ হওয়া তবলিঘি সদস্যরা রক্তের নমুনা দেন। তারপর নারেলা এলাকা থেকে ১৯০, সুলতানপুর থেকে ৫১ ও মানগোলি এলাকার ৪২ জনের শরীর থেকে প্লাজমা নেওয়া যাবে বলে জানান চিকিৎসকরা।

[আরও পড়ুন: লকডাউনের ভয়াবহ রূপ, সরকারি ত্রাণের ভরসায় বেঁচে প্রায় ১ কোটি ৩৪ লক্ষ মানুষ!]

The post আক্রান্তদের সুস্থ করতে প্লাজমা দিচ্ছেন করোনামুক্ত ৩০০ জন তবলিঘি জামাত সদস্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement