রমেন দাস: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় নয়া মোড়। এবার অভিযুক্ত সৌরভ চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেখে নেওয়ার হুমকি! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং যুগ্ম রেজিস্ট্রারকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ। ওই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দুই আধিকারিককে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও দাবি। এই ঘটনায় যাদবপুর (Jadavpur) থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় পোস্ট অফিস থেকে ওই পোস্টকার্ড আসে বিশ্ববিদ্যালয়ে। তা খুলতেই চোখে পড়ে এই ‘বিস্ফোরক’ বয়ান। যেখানে লেখা, সৌরভকে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। দেখে নেব, ওঁর বিরুদ্ধে কিছু করলে। রিভলবারের একটি গুলিই যথেষ্ট…! এই বিষয়ে ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, “পোস্টকার্ডে লেখা হুমকি চিঠি পেয়েছি। কে বা কারা এমন করেছেন আমি বুঝতে পারছি না। খানিকটা চিন্তিত। পুলিশকে জানিয়েছি। এই বিষয়ে আর বিস্তারিত আর বলব না। তদন্ত করে পুলিশ দেখুক।”
প্রায় একই সুরে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকার ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে প্রথম জানান, “হুমকি চিঠি এসেছে। অভিযোগ করা হয়েছে পুলিশে। বাই-পোস্ট এই পোস্টকার্ড পেয়েছি। অশালীন ভাষায় আক্রমণ এবং হুমকি দেওয়া হয়েছে। যে নাম করে এই হুমকি, সেই নামের অধ্যাপক আমাদের বিশ্ববিদ্যালয়ে আছেন কিনা আমার জানা নেই। কিন্তু যে ভাষা ব্যবহার করা হয়েছে ওই চিঠিতে, সেটি কোনও অধ্যাপক বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কারওর মুখের ভাষা হতে পারে বলে আমি বিশ্বাস করি না!”
[আরও পড়ুন: রাজারহাটে ব্যক্তির গলার নলি কেটে খুন ঘিরে চাঞ্চল্য, রাস্তা অবরোধ স্থানীয়দের]
বিশ্ববিদ্যালয় সূত্রের দাবি, অধ্যাপক রানা রায় নামে একজনের নাম করে পোস্টকার্ডে ওই হুমকি বার্তা পাঠানো হয়েছে। যেখানে লেখা, ছাত্রমৃত্যুতে অন্যতম অভিযুক্ত সৌরভ চৌধুরীর (Sourav Chowdhury JU) বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিলে এর ফল খারাপ হবে! পুলিশ (Kolkata Police) অভিযুক্ত সৌরভকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে ওই চিঠিতে। শুধু তাই নয়, রিভলবারের গুলির কথাও লেখা রয়েছে হুমকি চিঠিতে, দাবি করা হচ্ছে এমনও। নদিয়ার বাসিন্দা ওই ছাত্রের মৃত্যুর পর ফের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রশ্ন উঠেছে, ‘হস্টেল বাবা’ থেকে শুরু করে যাদবপুরের মেন হস্টেলের (Jadavpur Main Hostel) প্রভাবশালী সৌরভের ‘কুকীর্তি ফাঁস’ হওয়ার পরেও কেন এই বাড়বাড়ন্ত তা নিয়েও। কোন সাহসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হুমকি চিঠি পাঠানো হতে পারে, তা নিয়েও অবাক হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ। যদিও এই হুমকি চিঠিকে খুব একটা সাধারণভাবে দেখছেন না তদন্তকারীরা। ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে সবটা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আর একটি অংশের দাবি, এই চিঠি শুধুমাত্র তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্যও হতে পারে। কারা এর পিছনে রয়েছে তার সঠিক তদন্ত প্রয়োজন।