shono
Advertisement
Relationship Tips

পায়জামাই কাল! রাতের ঢিলেঢালা পোশাক ধ্বংস করতে পারে আপনার যৌন জীবন

রাতপোশাক বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ নজর দিন।
Published By: Sayani SenPosted: 09:49 PM Apr 18, 2025Updated: 10:00 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যাচপ্যাচে গরম। এই গরমে ঢিলেঢালা টি-শার্ট আর পায়জামা পরে ঘুমোতে ভালোবাসেন প্রায় সকলে। কিন্তু জানেন কি, আপনার এই পোশাকই যৌনজীবনে সর্বনাশ ডেকে আনতে পারে? উষ্ণতা হারিয়ে ক্রমশ শীতল হতে পারে যৌনজীবন? অবাক হলেও, এই সন্দেহ কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, সাধারণত রাতপোশাকের স্টাইল নিয়ে অনেকেরই সেরকম ভাবনাচিন্তা নেই। কেমন দেখতে পোশাকটি, তা কেউই বিশেষ ভাবেন না। যা হাতের সামনে পান তাই পরেন। আরামের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। আর তার ফলে আপনার পাশের মানুষ যৌনতায় আগ্রহ হারান। দীর্ঘদিন এই ধরনের হালকা রাতপোশাকে ঘুমনোর অভ্যাস প্রভাব ফেলতে পারে যৌনজীবনে। ধীরে ধীরে উষ্ণতা হারাতে পারে সম্পর্ক।

সম্পর্কের ক্ষেত্রে যৌনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যৌনতাহীন সম্পর্ক চিরস্থায়ী হতে পারে না। তবে সম্পর্ক ভাঙা তো আর মজার বিষয় নয়। তাই সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে আজই তৎপর হোন। বিশেষজ্ঞদের পরামর্শ, রাতপোশাক বাছার ক্ষেত্রে বিশেষ নজর দিন। রোজ একঘেয়ে নরম পোশাক বাছবেন না। বরং আকর্ষণীয় রাতপোশাক কিনুন। তা ব্যবহার করুন। তাতেই আপনার সঙ্গী অনেক বেশি যৌনতার টান অনুভব করবেন। বর্তমানে কাজের ব্যস্ততায় সেভাবে যুগলে সময় কাটানো হয় না। রাতে কিছুটা সময় একসঙ্গে কাটালে সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে। তাই আজই ব্যাগ হাতে বেরিয়ে পড়ুন। সঙ্গীর পছন্দমতো রাতপোশাক কিনুন। আর তা ব্যবহার করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাতের ঢিলেঢালা পোশাক ধ্বংস করতে পারে আপনার যৌন জীবন।
  • উষ্ণতা হারিয়ে ক্রমশ শীতল হতে পারে যৌনজীবন।
  • অবাক হলেও, এই সন্দেহ কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়।
Advertisement