shono
Advertisement

রেপো রেট কমাল রিজার্ভ ব্যাংক, কমতে পারে গৃহঋণে সুদের হার  

২৫ বেসিক পয়েন্ট কমল রেপো রেট। The post রেপো রেট কমাল রিজার্ভ ব্যাংক, কমতে পারে গৃহঋণে সুদের হার   appeared first on Sangbad Pratidin.
Posted: 02:24 PM Jun 06, 2019Updated: 04:29 PM Jun 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সরকার গঠন হওয়ার একপক্ষকালের মধ্যেই নয়া পদক্ষেপ করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে বৃহস্পতিবার রেপো রেট কমাল আরবিআই। এরফলে নয়া ঋণে সুদের হার কমাতে পারে ব্যাংকগুলি।

Advertisement

[আরও পড়ুন:‘সিক্রেট কোড’ হ্যাক করেই বাজিমাত, বাংলাদেশে এটিএম জালিয়াতিতে নয়া তথ্য]  

এদিন রেপো রেট ২৫ বেসিক পয়েন্ট কমানোর কথা ঘোষণা করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। ফলে ৬ শতাংশ থেকে কমে নয়া রেপো রেট দাঁড়িয়েছে ৫.৭৫ শতাংশে। ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতেই ‘মনেটারি পলিসি কমিটি’-র সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর। তিনি আরও জানিয়েছেন, দেশের আর্থিক সমৃদ্ধির জন্য এবং আর্থিক হার বৃদ্ধি বজায় রাখতে সবরকম চেষ্টা করবে রিজার্ভ ব্যাংক। তবে রেপো রেট কমালেও, এদিন জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস ৭.২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করেছে আরবিআই। পাশাপাশি মুদ্রাস্ফীতির হার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩.১ শতাংশ ধার্য করা হয়েছে। বিশ্লেষকদের মতে, বিশ্ব বাজারে খানিকটা মন্দার পরিস্থিতির সঙ্গে চিন ও আমেরিকার শুল্ক যুদ্ধের প্রভাব কিছুটা হলেও ভারতের অর্থনীতিতে পড়েছে৷        

তবে স্বস্তির খবর, রেপো রেট কমার ফলে কমতে পারে ইএমআই। ফলে সস্তা হতে পারে হোম লোন ও কার লোন। উল্লেখ্য, যে সুদের হারে রিজার্ভ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলি ঋণ নেয় সেই সুদের হারকেই বলে রেপো রেট। সুদের হার কমায় এবার গ্রাহকদের ঋণে ‘ইন্টারেস্ট রেট’ কমাতে সক্ষম হবে ব্যাংকগুলি। ফলে লোনের পরিমাণ বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক। চলতি বছরে এনিয়ে তৃতীয়বার রেপো রেট কমাল আরবিআই। অর্থনীতিবিদদের একাংশের মতে, ক্রমশই ব্যাংকগুলির অনাদায়ী ঋণের পরিমাণ বাড়ছে। সেই দিশায় এখনও কোনও বড় পদক্ষেপ করে উঠতে পারেনি আরবিআই। তাড়াতাড়ি এই সমস্যার সমাধান না করলে কোমায় চলে যেতে পারে গোটা ব্যাংকিং পদ্ধতি।     

               [আরও পড়ুন: দেরিতে আসবে বর্ষা, তবে স্বাভাবিক বৃষ্টিপাতেরই পূর্বাভাস মৌসম ভবনের]                              

The post রেপো রেট কমাল রিজার্ভ ব্যাংক, কমতে পারে গৃহঋণে সুদের হার   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement