সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে জেল থেকে বেরলেও বেশ কিছু শর্ত মেনে চলতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে, এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। তবে শর্তসাপেক্ষে হলেও কেজরির মুক্তিতে উচ্ছ্বসিত আপ শিবির। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আগে কেজরির মুক্তি আপকে অক্সিজেন যোগাবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে গ্রেপ্তার করে ইডি। সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। পরে সুপ্রিম নির্দেশে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান। লোকসভা নির্বাচন শেষ হতেই ফের জেলে আত্মসমর্পণ করতে হয় আপ সুপ্রিমোকে। বিরাট আর্থিক প্রতারণার অভিযোগে গত ১২ জুলাই জামিন পান কেজরি। ইডির গ্রেপ্তারির বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দেয় শীর্ষ আদালত। কিন্তু জেল থেকে বেরতে পারেননি কেজরি। অবশেষে স্বস্তি মিলল। জামিন পেয়ে জেলমুক্তি হচ্ছে কেজরির।
[আরও পড়ুন: মার্চে গ্রেপ্তার, সেপ্টেম্বরে মুক্তি, একনজরে কেজরির কারাবাস]
জানা গিয়েছে, শুক্রবারই তিহাড় জেল থেকে বেরতে পারবেন কেজরি। যাবতীয় প্রক্রিয়া সেরে ফেলা হবে এদিনের মধ্যেই। তবে মুক্তি পেলেও দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে স্বাভাবিক কাককর্ম করতে পারবেন না কেজরি। জামিন মঞ্জুর করার সময়ে শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লিতে মুখ্যমন্ত্রীর দপ্তর বা সচিবালয়ে যেতে পারবেন না আপ সুপ্রিমো। উপরাজ্যপাল ভি কে সাক্সেনার অনুমতি না পেলে সই করতে পারবেন না কোনও ফাইলেও।
কেজরি জামিন পেতেই উচ্ছ্বাস শুরু হয় আপ দপ্তরে। আবগারি মামলায় কদিন আগে জামিন পাওয়া মণীশ সিসোদিয়ার সঙ্গে পথে নেমে মিষ্টি বিলি শুরু করেন কেজরিপত্নী সুনীতা। সোশাল মিডিয়ায় কেজরির জামিন নিয়ে বার্তা দেন আপের শীর্ষ নেতারাও। হরিয়ানায় ভোটের আগে কেজরির মুক্তিতে আপের জোর বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।