shono
Advertisement

প্রকাশিত হল CBSE’র দশম শ্রেণির ফলাফল, পাশের হারে এগিয়ে মেয়েরা

গত বছরের তুলনায় চলতি শিক্ষাবর্ষে বাড়ল পাশের হার। The post প্রকাশিত হল CBSE’র দশম শ্রেণির ফলাফল, পাশের হারে এগিয়ে মেয়েরা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:35 PM Jul 15, 2020Updated: 01:54 PM Jul 15, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ অপেক্ষার শেষ অবশেষে প্রকাশিত হল CBSE’র দশম শ্রেণির ফলাফল। চলতি শিক্ষাবর্ষে বেড়েছে পাশের হার। পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। তবে করোনা পরিস্থিতির জেরে আইসিএসইর পথে হেঁটে মেধা তালিকা প্রকাশ করেনি CBSE-ও। প্রসঙ্গত, লকডাউনের জেরে দশম শ্রেণির বেশকিছু পরীক্ষা বাতিল করা হয়েছিল। বিকল্প পদ্ধতিতে সেই পত্রগুলির নম্বর দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবারই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন, বুধবার ফল দশম শ্রেণির পড়ুয়াদের ফল প্রকাশিত হবে। বুধবার দুপুর একটা নাগাদ ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়।  এ বছর সারা দেশে ১৮ লক্ষ ৭৩ হাজার ১৫ জন পরীক্ষা দিয়েছিল। তাঁদের মধ্যে ৯১.৪৬ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।  যা গত বছরের তুলনায় ০.৩৬ শতাংশ বেশি।  উল্লেখ্য, সিবিএসই-র পরীক্ষায়ও ছেলেদের তুলনায় ভাল ফল করেছে ছাত্রীরা। মেয়েদের পাশের হার ছেলেদের থেকে ৩.১৭ শতাংশ বেশি। ফলাফল প্রকাশের পর  মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল, সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর চেয়ারম্যান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।  জানা গিয়েছে, ১ লক্ষ ৮৪ হাজার পড়ুয়া ৯০ শতাংশ নম্বর পেয়েছে। ৯ূ৫ শতাংশের বেশি পেয়েছে ৪১ হাজার ছাত্রছাত্রী।  পাশের হারে অন্যান্য অঞ্চলকে টেক্কা দিয়েছে তিরুবন্তপুরম। সেখানে ৯৯.২৮ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে। অন্যদিকে খারাপ ফল হয়েছে গুয়াহাটি রিজিয়ন। সেখানে মাত্র ৭৯.১২ শতাংশ পড়ায়া পাশ করেছে। 

[আরও পড়ুন : প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফল, সাফল্যের হারে প্রথম পূর্ব মেদিনীপুর]

প্রসঙ্গত, করোনার প্রকোপে দশম শ্রেণির কয়েকটি পরীক্ষা স্থগিত রাখতে হয়েছিল। মনে করা হয়েছিল, জুন-জুলাই মাসে সেই পরীক্ষা নেওয়া যাবে। কিন্তু সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে হয়। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জট কাটে। বাতিল হয় পরীক্ষাগুলি।  ফল তৈরির জন্য রিভাইসড অ্যাসেসমেন্ট স্কিম মেনে চলে CBSE। 

[আরও পড়ুন  :কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে মাধ্যমিকের ফল? একনজরে দেখে নিন তালিকা]

সিবিএসই’র ওয়েসাইটের পাশাপাশি উমঙ্গ ও ডিজিলকার অ্যাপের মাধ্যমে ফলাফল দেখতে পাবে ছাত্রছাত্রীরা। এছাড়াও স্কুলগুলির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে পূর্ণাঙ্গ ফলাফল দেখা যেতে পারে। ফলাফল জানা যাবে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in-এও। তবে রিভিউ কবে থেকে করা যাবে, সে সম্পর্কে বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি। 

The post প্রকাশিত হল CBSE’র দশম শ্রেণির ফলাফল, পাশের হারে এগিয়ে মেয়েরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement