shono
Advertisement

প্রকাশিত চার রাজ্যের উপনির্বাচনের ফল, দেখে নিন একনজরে

কেমন ফলাফল হল বিজেপির? The post প্রকাশিত চার রাজ্যের উপনির্বাচনের ফল, দেখে নিন একনজরে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:01 PM Sep 27, 2019Updated: 07:09 PM Sep 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল দেশের চার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। উপনির্বাচনের ট্রেন্ড অনুযায়ী এবারেও চার রাজ্যেই জয়ী হল সেই সেই রাজ্যের শাসকদল। ত্রিপুরায় একটি আসনে উপনির্বাচন ছিল। আসনটি বিজেপির দখলে গিয়েছে। একইভাবে উত্তরপ্রদেশের হামিরপুর আসনটিও গিয়েছে গেরুয়া শিবিরের দখলে। অন্যদিকে, কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের এক আসনে উপনির্বাচন ছিল। সেই আসনটি জিতে নিয়েছে কংগ্রেসই। বামশাসিত কেরলের একটি আসন জিতেছে বামফ্রন্ট সমর্থিত এনসিপি প্রার্থী।

Advertisement

[আরও পড়ুন: এখনই হাজিরার প্রয়োজন নেই, ইডির চিঠিতে দুর্নীতি মামলায় স্বস্তি পওয়ারের ]

ত্রিপুরার বাধারঘাট কেন্দ্রের উপনির্বাচনে প্রত্যাশিতভাবেই জয় পেয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী মিমি মজুমদার পেয়েছেন ২০ হাজার ৪৭১ ভোট। দ্বিতীয় স্থানে সিপিএমের বুলটি বিশ্বাস পেয়েছেন ১৫ হাজার ২১১টি ভোট। ৯ হাজার ১০১ ভোট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেছে কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে গতবছর বিধানসভা নির্বাচনের তুলনায় এবছর ভোট অনেকটাই কমেছে বিজেপির। অন্যদিকে, ভোট বাড়িয়েছে বাম-কংগ্রেস দুই শিবিরই।

কেরলের একটি আসনে উপনির্বাচন ছিল। পালা আসনটি দীর্ঘদিন ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের দখলে। কিন্তু, এবারে সেই আসনটি ছিনিয়ে নিল বামফ্রন্ট নেতৃত্বাধীন এলডিএফ। বামফ্রন্ট সমর্থিত এনসিপি প্রার্থী মণি কাপ্পান ইউডিএফ প্রার্থী জশ টমকে ২ হাজার ৯৪৩ ভোটে হারিয়ে দিয়েছেন। অনেকটা পিছনে তৃতীয় স্থানে শেষ করেছে বিজেপি। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে কেরলে জঘন্য পারফরম্যান্স ছিল বামেদের। এই উপনির্বাচনের ফলাফল কিছুটা স্বস্তি দেবে মুখ্যমন্ত্রী বিজয়নকে।

[আরও পড়ুন: গোরক্ষপুর হাসপাতালে শিশুমৃত্যু, দু’বছর পর নির্দোষ প্রমাণিত জেলখাটা কাফিল খান]

উত্তরপ্রদেশের হামিরপুর বিধানসভা কেন্দ্রে প্রত্যাশিতভাবেই জয় পেল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী যুবরাজ সিং জিতলেন ১৭ হাজারেরও বেশি ভোটে। তিন বিরোধীর ভোট কাটাকাটির সুবিধা পেল বিজেপি শিবির। দ্বিতীয় স্থানে শেষ করল সমাজবাদী পার্টি। অন্যদিকে, ছত্তিশগড়ের মাও অধ্যুষিত দান্তেওয়াড়া বিধানসভা কেন্দ্রটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিল কংগ্রেস। এর ফলে মাও অধ্যুষিত বাস্তার জেলার সবকটি আসনই দখল করল রাজ্যের শাসকদল। সেই সঙ্গে ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেসের দখলে চলে গেল ৬৯টি আসন।

The post প্রকাশিত চার রাজ্যের উপনির্বাচনের ফল, দেখে নিন একনজরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার