shono
Advertisement

যুদ্ধ বাধলে ফের পাক-সংহার করতে চান প্রাক্তন কম্যান্ডো

কারগিল যুদ্ধের সময় একাই মেরেছিলেন ৪৮ পাক সেনা৷ তাঁর মতে, শান্তির ভাষা বোঝে না পাকিস্তান৷
Posted: 01:41 AM Sep 29, 2016Updated: 08:11 PM Sep 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্ক সম্মেলনে যোগ দেবে না ভারত৷ ভারতের পাশে দাঁড়িয়ে সার্ক বয়কট করেছে বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশগুলিও৷ আন্তর্জাতিক মহলে কোণঠাসা পাকিস্তান এখনও যুদ্ধের অলীক স্বপ্নে বিশ্বাসী৷ গোপনে নাকি যুদ্ধের প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রতিবেশী দেশ৷ যুদ্ধ বাধলে জবাব দিতে তৈরি ভারতীয় সেনাও৷

Advertisement

তৈরি আরও একজন৷ নাম দীগেন্দ্র সিং শিকার৷ রাজপুতানা রাইফেলের প্রাক্তন এই কম্যান্ডো কারগিল যুদ্ধে একাই বধ করেছিলেন ৪৮ পাকিস্তানি সেনা৷ শ্রীলঙ্কায় অপারেশন ‘পবন’-এ ত্রাস হয়ে উঠেছিলেন এলটিটিই জঙ্গিদের কাছে৷ ২০ বছরের গৌরবময় সফরের পর যখন অবসর নেন, ভারত সরকার তাঁকে সম্মানিত করেছিল ‘মহাবীর চক্র’ দিয়ে৷

উরি-কাণ্ডের পর কোনও মানবতার দোহাই মানতে নারাজ প্রাক্তন কম্যান্ডো৷ যুদ্ধ যদি লাগেই অবসর ভেঙে তিনিও যোগ দিতে চান নিজের ব্যাটালিয়নে৷ সংহার করতে চান দেশের শত্রুদের৷ যদি সেই সুযোগ নাও পান, তাহলে সেনা শিবিরে গিয়ে অসুস্থ সৈনিকদের সেবা করতে চান৷

দীগেন্দ্রর কথায়, ভারত কখনও যুদ্ধ চায় না৷ ভারত যুদ্ধ শুরুও করেনি৷কিন্তু পাকিস্তান সেই দলে পড়ে যারা শান্তির ভাষা বোঝে না৷ দীগেন্দ্রর মতোই ক্ষিপ্ত হয়ে রয়েছে প্রায় সমস্ত ভারতীয় প্রাক্তন-বর্তমান জওয়ানরা৷ ভারত সরকার অবশ্য সবদিক ভেবে চিন্তেই এগোতে চাইছে৷ তবে, প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভারতের পক্ষ থেকেও৷ শ্রীনগর থেকে বিকানের পর্যন্ত দেশের পশ্চিম সীমান্ত ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement