shono
Advertisement
RG Kar Protest

'ময়দানি ঐক্য বেঁচে থাকুক!' সোশাল মিডিয়ায় লড়াইয়ের বার্তা দুই প্রধানের প্রাক্তনী মেহতাবের

'বাংলার ফুটবল নিয়ে ছিনিমিনি নয়', হুঁশিয়ারি মেহতাবের।
Published By: Arpan DasPosted: 04:37 PM Aug 19, 2024Updated: 04:57 PM Aug 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের জেরে উত্তাল বাংলা। তারই মধ্যে নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে কলকাতা ডার্বি। দুইয়ের প্রতিবাদে রাস্তায় নামেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা। সেখানে ছিলেন মহামেডানের ভক্তরাও। সেই প্রতিবাদ মিছিলে (RG Kar Protest) শামিল হয়েছিলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোস। এবার সুর চড়ালেন দুই প্রধানের প্রাক্তনী মেহতাব হোসেনও।

Advertisement

রবিবার সন্ধ্যায় 'জাস্টিস ফর আর জি কর' পোস্টার নিয়ে প্রতিবাদীদের উপস্থিত ছিলেন শুভাশিস ও তাঁর স্ত্রী কস্তুরী। তিন প্রধানের সমর্থকরা এক হয়ে নৃশংস ঘটনার প্রতিবাদ করছেন, তা দেখে আপ্লুত বাগান অধিনায়ক। রবিবার ডার্বি না হলেও যুবভারতী চত্বরে ১৬৩ ধারা ঘোষণা করে পুলিশ। প্রতিবাদী জনতার উপরে লাঠি চালানোর অভিযোগও ওঠে। শুভাশিস পথে নামলেও সোশাল মিডিয়াতেই নিজের বক্তব্য রাখেন মেহতাব।

[আরও পড়ুন: ‘এই অবস্থায় টি-২০ বিশ্বকাপ হলে ভুল হবে’, বাংলাদেশে খেলতে নারাজ অজি অধিনায়ক]

ফেসবুকে একটি ভিডিওবার্তার পাশাপাশি তিনি লিখেছেন, "অনেকেই কাল দেখলাম যুবভারতীর সামনে নির্মম লাঠি চার্জকে কেন্দ্র করে আমার প্রতিক্রিয়া খুঁজছিলেন। দুঃখিত, আমি ট্রাভেল করছিলাম এবং অফিস লিগ খেলার জন্য কলকাতার বাইরে ছিলাম বলে আর তোমাদের ভিড়ে নিজেকে মেলাবার সৌভাগ্য হয়নি। আমার তিন চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকরা পুলিশের হাত থেকে ন্যায়ের দাবিতে বুক দিয়ে আগলাচ্ছেন এক অপরকে। এর চেয়ে সুখের মুহূর্ত হয়তো আসেনি এই বাংলায়।"

[আরও পড়ুন: বিরাটের সঙ্গে আরসিবিতে খেলতে চান! মনের কথা ফাঁস রিঙ্কুর]

তার সঙ্গে ক্ষোভও উগড়ে দেন মেহতাব। তিনি লিখেছেন, "খেলা হবে দিবসের দুদিন পর ঘোষণা হলো খেলা হবে না। কিন্তু এটা তো শুধু ফুটবল নয় এতে প্রেম আছে, আবেগ আছে, চিরপ্রতিদ্বন্দ্বিতা আছে আর প্রতিবাদের আগুন। আপনি চাইলে রুখে দেবেন? বাংলার ফুটবল নিয়ে ছিনিমিনি নয়। যা গতি দেখছি গোল তো হবেই এবার কিন্তু জাল ছিঁড়ে বেরিয়ে যাবে রোষের আগুন। আজ যারা লড়লেন সবাইকে সেলাম। লড়াকু অভিনন্দন। লড়াই থামানো যাবে না। বাংলার মানুষের ঐক্য বেঁচে থাকুক, ময়দানি ঐক্য বেঁচে থাকুক! অবিরাম ভালোবাসা সব লড়াকু সহযোদ্ধাদের!" তিনি যে এই আন্দোলনের পাশে আছেন, সেটাও স্পষ্ট করে দিয়েছে মেহতাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর কাণ্ডের জেরে উত্তাল বাংলা। তারই মধ্যে নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে কলকাতা ডার্বি।
  • দুইয়ের প্রতিবাদে রাস্তায় নামেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা।
  • সেই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোস।
Advertisement