সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তান মহারণ। তাছাড়া এক যুগের উপর বিশ্বকাপ ট্রফিতে হাত দিতে পারেনি টিম ইন্ডিয়া (India Cricket Team)। এবার সেই সুযোগ থাকছে। তার সঙ্গে গতবছর বিশ্বকাপ ফাইনাল হারার যন্ত্রণাও ভুলতে পারবে দেশবাসী। কিন্তু সেই ফাইনালে খেলতে পারলে কী করতেন ঋষভ পন্থ (Rishabh Pant)? নিজে মুখেই জানালেন সেই কথা।
বিশ্বকাপে এক্স ফ্যাক্টর হতে পারেন প্রত্যাবর্তনের ঋষভ পন্থ। ২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ঋষভ। দীর্ঘ ১৭ মাস অপেক্ষার পরে ভারতীয় দলে কামব্যাক ঘটেছে তাঁর। যদিও গতবছর বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে মাত্র ২৪০ রানে থেমে যায় বিরাটদের ইনিংস। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
[আরও পড়ুন: মার্কিন মুলুকে বেসবলেই ‘ছক্কা’ শচীনের! ভাইরাল ভিডিওয় মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা]
সেই ম্যাচে হারের স্মৃতি উসকে ঋষভ বলেন, "যদি আমি ২০২৩-র বিশ্বকাপ ফাইনালে খেলতাম তাহলে দল হয় ১৫০-২০০ রানে আউট হয়ে যেত। নয়তো ৩০০-র বেশি রান হত।" মারকুটে ব্যাটিংয়ের জন্যই পরিচিত ঋষভ। একসময়ে তাঁর ব্যাটিংয়ে 'দায়িত্বজ্ঞানের' অভাব বলে প্রবল সমালোচনাও হত। কিন্তু তিনি যেদিন দাঁড়িয়ে যাবেন, সেদিন বিপক্ষের বোলারদের ঘুম উড়তে বাধ্য। আইপিএলেও তাঁর নমুনা দেখেছে ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ ফাইনালে তিনি থাকলে কি ভারত বড় রান তুলতে পারত?
ঋষভ আত্মবিশ্বাসী। যদিও সেসব এখন অতীত। সামনে ভারত-পাকিস্তান ম্যাচ। টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারানোর রেকর্ড ৭-১ করতে নিউ ইয়র্কের নাসাও স্টেডিয়ামে নামবেন রোহিতরা। ওই ইন্টারভিউয়ে পাক অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) হালকা 'খোঁচা'ও দেন ঋষভ। তিনি বলেন, "সব ক্রিকেটারই নিজের দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তার মধ্যে কিছু খুনসুটিও চলতে থাকে। তার ফলে দর্শকরা আরও আবেগ নিয়ে ম্যাচ দেখে। যেমন ভক্তরাই তৈরি করেছে, 'তেল লাগাও ডাবর কা, উইকেট লো বাবর কা'-র মতো স্লোগান। এগুলো ম্যাচকে আরও আকর্ষণীয় করে তোলে।"