স্টাফ রিপোর্টার,শিলিগুড়ি: ইস্টবেঙ্গলের শহর বলে পরিচিত শিলিগুড়িতে প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হল মোহনবাগান অ্যাভিনিউ। শহরে এই প্রথম কোনও ফুটবল ক্লাবের নামে রাস্তার নামকরণ হল। তাই ঢাক, ঢোল বাজিয়ে র্যালি করে দিনটি স্মরণীয় করে রাখল শিলিগুড়ি মেরিনার্সরা।
শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের পাশে নিরঞ্জন ঘাটে যাওয়ার রাস্তা থেকে সূর্যসেন পার্ক পর্যন্ত মোহনবাগান অ্যাভিনিউ নামকরণ করা হয়েছে। রবিবার উদ্বোধনে উপস্থিত ছিলেন মোহনবাগান তারকা লিস্টন কোলাসো, সচিব দেবাশিস দত্ত, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ মোহনবাগানের কর্মসমিতির সদস্যরা। এদিন দেবাশিস দত্ত বলেন, “শিলিগুড়ি যতই ইস্টবেঙ্গলের শহর হোক, আমরাই আগে রাস্তা উদ্বোধন করলাম। এবার আমাদের দেখাদেখি বাকিরা করবে। মোহনবাগান অ্যাভিনিউ শিলিগুড়ির মানুষের কাছে বিখ্যাত হয়ে যাবে। কারণ এই মহানন্দার পাড়টি প্রশাসন সাজিয়ে তুলছে। এরপর সন্ধে হলেই মানুষ এখানে এসে সময় কাটাবে।”
[আরও পড়ুন: ধোনির থেকে এধরনের ভুল আশা করা যায় না! চেন্নাইয়ের হারের পর বিস্ফোরক শেহওয়াগ]
অন্যদিকে শহরে মোহনবাগান ফ্যান ক্লাব শিলিগুড়ি মেরিনার্স এই দিনটির জন্য গোটা শহরকে সাজিয়ে তুলেছিল। তারা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ব্যানার লাগায়। এদিন সকালে তারা বাঘাযতীন পার্ক থেকে র্যালি করে অনুষ্ঠান মঞ্চ পর্যন্ত আসে। ক্লাব কমিটিকে ধন্যবাদ জানিয়ে শিলিগুড়ি মেরিনার্সের পক্ষে অসীম ভৌমিক বলেন, “এই দিনটি শিলিগুড়ি শহরের জন্য গর্বের দিন। আমাদের ক্লাব শতাব্দীপ্রাচীন। তার নামে এই শহরে রাস্তা হওয়ায় শিলিগুড়ির নাম ইতিহাসের পাতায় উঠে গেল।”
এদিন মঞ্চে কোলাসো-সহ মোহনবাগান সচিবকে সম্বর্ধনা জানানো হয় শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকেও। অনুষ্ঠানে মেয়র গৌতম দেব বলেন, “আমরা চাই শহরে ক্রীড়াচর্চা শুরু হোক। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। কারণ এই রাস্তা দিয়ে গেলেই ফুটবল-সহ মোহনবাগানের নাম মনে পড়বে। আমরা এই রাস্তাটি সাজিয়ে তুলব। আশা করি ইস্টবেঙ্গলও দ্রুত উদ্যোগ নেবে রাস্তার নামকরণের জন্য।”