shono
Advertisement

Breaking News

আগ্নেয়াস্ত্র হাতে সমবায় সমিতিতে ঢুকে লুটপাট, সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে পালাল ডাকাতদল

সমিতির কর্মকর্তাদের অফিসের ভিতরে তালা বন্ধ করে পালায় দুষ্কৃতীরা।
Posted: 05:03 PM Jun 26, 2023Updated: 05:03 PM Jun 26, 2023

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ঠিক যেন সিনেমা। দিনেদুপুরে আগ্নেয়াস্ত্র হাতে সমবায় সমিতিতে ঢুকে লুটপাট। সমিতির কর্মকর্তাদের অফিসের ভেতরে ঢুকিয়ে তালা বন্ধ করে দিয়ে যায় আততায়ীরা। পূর্ব মেদিনীপুরের রামনগরে উত্তর বাধিয়া সমবায় সমিতিতে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

Advertisement

ঘড়ির কাঁটায় তখন দুপুর দেড়টা হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের লোনের টাকা দেওয়া হচ্ছিল। সেই সময় আচমকাই আগ্নেয়াস্ত্র, বোমা হাতে ৬-৭ জন দুষ্কৃতী সমবায় সমিতিতে ঢুকে পড়ে। অভিযোগ, ঠিক ফিল্মি কায়দায় মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সমবায় সমিতির ম্যানেজারকে হাত উপরের দিকে তুলতে বলে।

[আরও পড়ুন: ‘পঞ্চায়েত ভোটে জিতে ১০০ দিনের কাজের টাকা আদায় করব’, কেন্দ্রকে হুঙ্কার মমতার]

তারপর সমবায় সমিতিতে লুটপাট চালায় তারা। প্রমাণ লোপাট করতে সিসি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এবং সমবায় সমিতির ভিতর একটি বোমাও রেখে দিয়ে যায়। এরপর সমিতির কর্মকর্তাদের অফিসের ভিতরে ঢুকিয়ে তালা বন্ধ করে দিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামনগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বেশ কয়েক লক্ষ টাকার ডাকাতি হয়েছে। কে বা কারা এই কাজ করল তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: ‘আমরা দাদা-ভাই’, ভাঙড় ‘পুড়িয়ে’ পাশাপাশি দাঁড়িয়ে শান্তির বার্তা নওশাদ-শওকতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement