shono
Advertisement

Breaking News

‘আমার বিশ্বাস ও পারবে’, বিশ্রী ফর্মে থাকা গিলের পাশে রোহিত

প্রথম টেস্টে ব্যর্থ হয়েছেন গিল। দ্বিতীয় টেস্টে কি রান পাবেন?
Posted: 07:36 PM Jan 02, 2024Updated: 07:36 PM Jan 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেঞ্চুরিয়ন টেস্টে হতশ্রী ভাবে হার মেনেছে ভারতীয় দল। কেপটাউনে ভারত কি সমতা ফেরাতে পারবে? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেট মহলে। তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন। ওপেনার আউট হলে নতুন বল সামলাতে হয় তিন নম্বর ব্যাটারকেই। এই তিন নম্বরে নেমে শুভমান গিল (Shubman Gill) কিন্তু সফল হতে পারেননি সেঞ্চুরিয়নে।
দ্বিতীয় টেস্টে নামার আগে শুভমান গিলের পাশে দাঁড়াচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম টেস্টে গিল দুই ইনিংসেই রান পাননি। তিন নম্বরে ব্যর্থ হয়েছেন তিনি।
গিলের পাশে দাঁড়িয়ে রোহিত বলছেন, ”দুটো ব্যাটিং পজিশনের মধ্যে সেরকম কোনও পার্থক্য নেই। তিন নম্বর ব্যাটারকে ব্যাট করতে নামার জন্য মাত্র একটি বল দরকার। ওপেনার যদি চোট পায়, তখন তিন নম্বর ব্যাটারকেই ওপেন করতে নামতে হয়। দুটো ব্যাটিং পজিশনের মধ্যে খুব একটা পার্থক্য আমি দেখছি না। গিল খুব স্মার্ট এবং নিজের ব্যাটিং সম্পর্কে খুব ভালো জানে।” 

Advertisement

[আরও পড়ুন: ‘টেস্ট ক্রিকেটকে বাঁচানো সবার দায়িত্ব’, স্টিভের সুর রোহিতের গলায়]

২০২৩ সালে টেস্ট ফরম্যাটে ভুগতে হয়েছে গিলকে। বর্ডার-গাভাসকর ট্রফিতে সেঞ্চুরির পরে একটি পঞ্চাশও করতে পারেননি গিল। শুভমান গিল তাঁর ওপেনিং স্লট ছেড়ে দেন যশস্বী জয়সওয়ালকে। রোহিত বলেন, ”গিল তিন নম্বর পজিশনই পছন্দ করে। রনজি ট্রফিতে তিন নম্বরে ব্যাট করতে নামে গিল। টেস্টে এবং ওয়ানডে ফরম্যাটে ওপেন করেছে ঠিকই কিন্তু তিন নম্বর পজিশনই ওর বিশেষ পছন্দ। গিল মনে করে তিন নম্বরে ব্যাট করতে নামলেই আমাদের সাহায্য করতে পারবে। একটা নির্দিষ্ট ব্যাটিং পজিশন নিয়ে কে কী মনে করছে, তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।” 

[আরও পড়ুন: ফিরছেন তিনি! আইপিএলের আগে ভিডিও পোস্ট করে হুঙ্কার হার্দিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement