সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক (India vs Pakistan) ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে নিউ ইয়র্কে। সবার নজরে রবিবারের মহারণ। সেই ম্যাচের আগে অনুশীলনে চোট পেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। নেটে ব্যাটিং অনুশীলনের সময়ে আচমকাই একটা বল এসে লাগে রোহিতের বাঁ হাতের বুড়ো আঙুলে।
যন্ত্রণায় গ্লাভস খুলে ফেলেন ভারত অধিনায়ক। তাঁর চোট খতিয়ে দেখার জন্য মাঠে ঢুকে পড়ে মেডিক্যাল টিম। হিটম্যানের চোট ভালো করে পরীক্ষা করে দেখেন তাঁরা। কিছুক্ষণ পরেই রোহিত শর্মা ফের ব্যাট করতে নেটে নামেন পূর্ণ উদ্যমে।
[আরও পড়ুন: রশিদ-ফারুকির দাপটে কিউয়িরা কুপোকাত, বড় ব্যবধানে জিতে সুপার এইটের পথে আফগানিস্তান]
এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে কাঁধে বল লেগেছিল তাঁর। শেষ পর্যন্ত মাঠে থাকার চেষ্টাও করেন রোহিত। কিন্তু শেষমেশ অবসৃত হন তিনি। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে সংবাদমাধ্যমে লেখালেখি হচ্ছে।
বাইশ গজ অসমান এবং আউটফিল্ড মন্থর। টিম ইন্ডিয়া অবশ্য পাকিস্তান ম্যাচের আগে সে সব নিয়ে ভাবছে না। তাদের লক্ষ্য রবিবারের হাই ভোল্টেজ ম্যাচ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯৬ রানে অল আউট করে দিয়েছিল ভারত। সেই রান তাড়া করতে নেমে ভারত সহজে জিতলেও রোহিতের চোট নিয়ে চিন্তা একটা ছিল। যদিও রোহিত ম্যাচের শেষে জানিয়েছিলেন, তাঁর চোট গুরুতর নয়। এর মধ্যেই ভারত-পাক ম্যাচের আগে অনুশীলনে ফের বুড়ো আঙুলে বল লাগল হিটম্যানের।
এদিকে মেগাম্যাচের আগে দলকে শান্ত থাকার পারমর্শ দিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এই ধরনের বড় ম্যাচে স্নায়ু শান্ত রাখার দরকার। স্নায়ু যার, ম্যাচও তার। রবিবাসরীয় ম্যাচের দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।
কোহলিকে নিয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছে ভারত, পাক ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন প্রাক্তন তারকা