সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার আইপিএলে (IPL) সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে নামতে চলেছে হার্দিক পাণ্ডিয়ার দল। আর সেই ম্যাচে নামলেই মুম্বইয়ের হয়ে এক বিরল নজির গড়বেন রোহিত শর্মা (Rohit Sharma)।
কোন রেকর্ডের মালিক হতে চলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) প্রাক্তন অধিনায়ক? এই দলের জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ম্যাচ খেলে ফেলবেন রোহিত। সেই সঙ্গে কোনও একটি আইপিএল দলের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলার তালিকায় উঠে আসবেন তিন নম্বরে।
২০১১ সালে প্রথমবার মুম্বইয়ের জার্সিতে মাঠে নামেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান। তার আগে খেলতেন ডেকান চার্জার্সে। নিলামে তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় তুলে নেয় মুম্বই। সেখানে তিনি ১৯৯ ম্যাচে করেছেন ৫০৮৪ রান। আর একটি ম্যাচ খেললেই রোহিত ঢুকে পড়বেন মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড বইয়ের পাতায়। একটি দলের হয়ে আইপিএলে তাঁর থেকে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব শুধু রয়েছে বিরাট কোহলি (২৩৯) ও মহেন্দ্র সিং ধোনির (২২১)।
[আরও পড়ুন: মহিলাদের এশিয়া কাপের সূচি প্রকাশিত, ভারত-পাক ম্যাচ কবে?]
এখানেই শেষ নয়। আরও একটি রেকর্ড তৈরির সুযোগ রয়েছে রোহিতের কাছে। নিজের আইপিএল কেরিয়ারে মোট ৯৯টি ক্যাচ ধরেছেন তিনি। হায়দরাবাদের বিরুদ্ধে আর একটি ক্যাচ ধরলেই একশোর ক্লাবে ঢুকে পড়বেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। সুরেশ রায়না, বিরাট কোহলি আর কায়রন পোলার্ডের পরেই চলে আসবে তাঁর নাম।
[আরও পড়ুন: আইপিএলের মাঝেই নতুন নিয়ম! কী বদল আনতে চলেছে BCCI?]
জোড়া রেকর্ডের সামনে মাঠে নামতে চলেছেন রোহিত। মরশুমের শুরুতে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক এখনও চলছে। কিন্তু সে সব যে তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলেনি, তা আগের ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ে বুঝিয়ে দিয়েছেন। মুম্বইয়ের জার্সিতে ২০০তম ম্যাচটিকেও নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন হিটম্যান।