সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে তাঁকে আগ্রাসী মেজাজে দেখা গেলেও, মাঠের বাইরে সবসময় খোলা মেজাজেই থাকেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেটা ফের একবার বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। এই মুহূর্তে স্ত্রী রিতিকা সচদেও-এর (Ritika Sajdeh) সঙ্গে আমেরিকায় রয়েছেন ‘হিটম্যান’। সেখানে তাঁকে পাকিস্তানের (Pakistan) পেস বোলিং লাইনআপ নিয়ে প্রশ্ন করেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এক ফ্যান। তবে রোহিত কিন্তু ঠাণ্ডা মাথায় জবাব দিলেন। তাঁর মজার জবাব ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। বেশ বোঝা যাচ্ছে তিনি আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) আগে বিতর্কে জড়াতে রাজি নন। আগামী ২ সেপ্টম্বর ‘মাদার অফ অল ব্যাটল’-এ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।
সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা পেস আক্রমণ বারর আজমদেরই (Babar Azam)। সেই দলে রয়েছে হ্যারিস রউফ, মহম্মদ হাসনায়েন, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর মতো আগুনে পেসাররা। রোহিত বেশ মজা করে বলেন, “দেখুন পাকিস্তান দলের সব বোলারই ভালো। কোনও একজনের নাম আমি বলব না। নাম বললেই বিরাট বিতর্ক তৈরি হয়ে যায়। অন্যদিকে একজনের নাম বললে, দ্বিতীয়জন ও তৃতীয়জনের খারাপ লাগবে। ওদের সবাই ভালো।” রোহিতের মজার কথা শুনেই হেসে ওঠেন রীতিকা সজদেও।
[আরও পড়ুন: অবিশ্বাস্য! ৮৩ বছরেও পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কিপিং স্কটিশের, দেখুন ভাইরাল ভিডিও]
চলতি বছরের ৩১ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যার প্রস্তাব পাকিস্তান দিয়েছিল। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে এশিয়া কাপে। যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন’টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল।
মেগা এই ম্যাচের ইউএসপি থাকে ভারতের ব্যাটিং এবং পাকিস্তানের বোলিং। বিগত কয়েক বছরে আইসিসি-র ইভেন্টে যখনই মুখোমুখি হয়েছে এই দুই দল, তখনই লড়াই হয়েছে পাক বোলিংয়ের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের। সম্প্রতি পাক দলের বোলিং নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। আমেরিকাতে একটি সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয় বর্তমানে পাকিস্তান দলের সেরা বোলার কে? বিতর্ক এড়াতে কিছুটা চালাকি করেই উত্তর দিলেন ‘হিটম্যান’।