সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ হয়ে উঠছেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছে, রিহ্যাবের শেষ পর্যায়ে বুমরাহ। তীব্রতা নিয়ে বোলিং করছেন তিনি। এনসিএ এবার তাঁদের জন্য প্রস্ততি ম্যাচের আয়োজন করতে চলেছে। প্রস্ততি ম্যাচে বুমরাহর পারফরম্যান্স দেখার পরে তাঁর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের মেডিক্যাল টিম।
এশিয়া কাপের আগে রয়েছে আয়ারল্যান্ড সফর। সেখানে পাঠানো হবে বুমরাহকে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ ভারতের। তার আগে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বলেন, ‘‘বুমরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বোলার। ওর অভিজ্ঞতা দলের সম্পদ। বড় চোট সারিয়ে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তনের চেষ্টা করছে বুমরাহ। আয়ারল্যান্ড সফরে বুমরাহকে পাওয়া যাবে কিনা সেই ব্যাপারে আমি এখনও নিশ্চিত নই। কারণ আয়ারল্যান্ড সফরের জন্য ভারতের দল এখনও ঘোষণা করা হয়নি।’’
[আরও পড়ুন: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কাতার-কুয়েতের সঙ্গে ভারত, এশিয়ান গেমসে সুনীলদের গ্রুপে কারা?]
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে আয়ারল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। আগস্টের ১৮ থেকে ২৩-এর মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ড। তার পরে এশিয়া কাপে নামবে টিম ইন্ডিয়া। এশিয়া কাপে কি নামবেন বুমরাহ? এশিয়া কাপের অব্যবহিত পরে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ভারতের। আর বিশ্বকাপ ক্রিকেটের আগে ভারতের এটাই শেষ মুহূর্তের ড্রেস রিহার্সাল।
বিশ্বকাপে বুমরাহ ভারতের প্রধান অস্ত্র। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে নামার আগে রোহিত শর্মা বলছেন, ‘‘আশা করছি বিশ্বকাপের আগে বুমরাহ পুরোদস্তুর সুস্থ হয়ে উঠবে। বিশ্বকাপে ওকে পেলে আমাদের বোলিং আক্রমণ অনেক শক্তিশালী হবে। তবে বিশ্বকাপের আগে একাধিক ম্যাচে বুমরাহ খেললে লাভ হবে আমাদেরই। একটা বড় সড় চোট সারিয়ে কেউ যখন ফিরে আসে, তার ম্যাচ ফিটনেস থাকে না। এক মাসে বুমরাহ কতগুলো ম্যাচ খেলে সেই দিকে নজর রাখতে হবে। কতটা রিকভারি করতে পেরেছে, তার উপরে নির্ভর করছে বুমরাহকে নিয়ে আমাদের প্ল্যানিং। এনসিএ-র সঙ্গে আমরা যোগাযোগ রেখেই চলেছি। এই মুহূর্তে সব ঠিকঠাকই লাগছে। এটা ভাল দিক।’’
রোহিত শর্মার কথা থেকে পরিষ্কার বিশ্বকাপে ‘হিটম্যান’ চাইছেন বুমরাহকে। তিনিই দেশের বোলিং বিভাগের প্রধান অস্ত্র।