সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ভারতীয় শিবিরে ফিরল স্বস্তি। করোনামুক্ত রোহিত শর্মা। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ জুলাই থেকে শুরু হতে চলা সীমিতি ওভারের সিরিজে তাঁর খেলা নিয়ে আর কোনও সংশয় রইল না।
বেন স্টোকসদের বিরুদ্ধে পঞ্চম টেস্ট শুরুর আগেই প্রকাশ্যে আসে দুঃসংবাদ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে জানানো হয়, করোনা (Coronavirus) থাবা বসিয়েছে অধিনায়ক রোহিত শর্মার শরীরে। ফলে এজবাস্টন টেস্টে মাঠে নামতে পারবেন না তিনি। বিসিসিআইয়ের (BCCI) তরফে এক বিবৃতিতে বল হয়েছিল, লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ চলাকালীন ভারতীয় দলের ব়্য়াপিড অ্যান্টিজেন টেস্টে রোহিতের (Rohit Sharma) করোনা ধরা পড়ে। তাঁকে আইসোলেশনে পাঠানো হয়। করোনা আক্রান্ত হওয়ার মাত্র একদিন আগেই ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। যা চিন্তায় ফেলে দিয়েছিল টিম ম্যানেজমেন্টকে। যদিও এরপর আর কোনও ক্রিকেটার করোনা সংক্রমিত হননি। ফলে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই।
[আরও পড়ুন: গভীর রাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন এক ব্যক্তি! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন]
জশপ্রীত বুমরাহর নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে টিম ইন্ডিয়া (Team India)। আর টেস্টের তৃতীয় দিনই জানা গেল, করোনামুক্ত রোহিত। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোহিতের দ্বিতীয় টেস্টের রিপোর্টও নেগেটিভ এসেছে। ফলে আজ, রবিবারই আইসোলেশন থেকে বেরনোর কথা তাঁর। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি বিসিসিআই।
প্রসঙ্গত, টেস্টের আগেই সামনে এসেছিল বিরাট কোহলির করোনা আক্রান্ত হওয়ার খবরও। দেশের মাটিতে ভারত যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছিল, তখন সপরিবারে কোহলি (Virat Kohli) ছুটি কাটাচ্ছিলেন মালদ্বীপে। ভারতে ফেরার পরই নাকি কোভিড থাবা বসিয়েছিল তাঁর শরীরে। তবে জানা যায়, সুস্থ হয়েই ইংল্যান্ডে ওয়ার্ম-আপ ম্যাচ এবং টেস্টে অংশ নিয়েছেন তিনি। এবার আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ফের রোহিতের নেতৃত্বেই খেলবে ভারত।