shono
Advertisement

গাড়ি দুর্ঘটনা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে

আদালতের অনুমতি ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না আকাশ। The post গাড়ি দুর্ঘটনা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:12 PM Aug 17, 2019Updated: 05:21 PM Aug 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেপরোয়া গাড়ি চালানো ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে অবশেষে স্বস্তি পেলেন রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে। শনিবার আকাশ মুখোপাধ্যায়কে জামিন দিল আলিপুর আলাদত।

Advertisement

জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। শুক্রবারই বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলেকে একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। শনিবার ফের তাঁকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারক। পুলিশের কাছে কেস ডায়েরিও তলব করা হয়। এদিন দুপক্ষের আইনজীবীর ব্যাখ্যা শোনার পর বিচারক শর্ত সাপেক্ষে আকাশের জামিন মঞ্জুর করেন। জানিয়ে দেওয়া হয়, আদালতের অনুমতি ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না আকাশ। থানায় হাজিরাও দিতে হবে তাঁকে।

[আরও পড়ুন: নিউ আলিপুরের জলযন্ত্রণায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কাঠগড়ায় তুললেন রেল ও মেট্রোকে]

স্বাধীনতা দিবসের রাতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বিপাকে পড়েন আকাশ। তাঁকে গ্রেপ্তার করে যাদবপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, রাত ন’টা নাগাদ গলফ গার্ডেন রোড দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন আকাশ। শেষপর্যন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের দেওয়ালে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়ির সামনের অংশ প্রায় পুরোটাই ভেঙে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন রাতে এলাকায় গাড়ি নিয়ে দাপিয়ে বেড়ান রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে। তবে তদন্তে নেমে পুলিশ জানায়, আকাশ সেসময় মদ্যপ অবস্থায় ছিলেন না। আকাশের বাবা ধ্রুব জানান, বহুদিন ধরে গাড়িটির সার্ভিসিং হয়নি। তাই নিয়ন্ত্রণ হারানোর কারণ হিসেবে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনাকেও উড়িয়ে দেয়নি পুলিশ। তাছাড়া রাস্তার ধারে খেলতে থাকা ছোট ছোট ছেলেমেয়েদের বাঁচাতে গিয়েই গাড়ি দেওয়ালে ধাক্কা মারে বলে জানান ধ্রুব। এই ঘটনায় যাতে রাজনৈতিক রং না লাগে, পুলিশকে তা নিশ্চিত করার আবেদন জানিয়ে একটি টুইটও করেছেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।

[আরও পড়ুন: গাড়ি চালিয়ে ২ পথচারীকে পিষে দেওয়ার ঘটনায় ধৃত আরসালানের মালিকের ছেলে]

The post গাড়ি দুর্ঘটনা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার