shono
Advertisement

জাতির উদ্দেশে মোদির ভাষণের পরই বাজারে নতুন ১০০০ টাকার নোট?

নতুন নোট কেমন দেখতে হতে পারে? দেখুন সেই ছবি৷ The post জাতির উদ্দেশে মোদির ভাষণের পরই বাজারে নতুন ১০০০ টাকার নোট? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:02 PM Dec 29, 2016Updated: 03:37 PM Dec 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বছরের শেষ দিন প্রধানমন্ত্রী কী ঘোষণা করবেন, সেদিকে এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ৷

Advertisement

(নবি দিবস পালন রুখতে পারবে না প্রশাসন, চ্যালেঞ্জ ধর্ম প্রচারকের)

এর মধ্যেই হোয়াটসঅ্যাপে নতুন ১০০০ টাকার নোটের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে৷ হালকা সবুজ রঙের নয়া নোটের ছবি এখন আম আদমির স্মার্টফোন থেকে দেদার শেয়ার হচ্ছে৷ আগামী ৩০ ডিসেম্বর নোট বাতিলের মেয়াদ শেষ হচ্ছে৷ অনেকেই তাই বলছেন, ৩১ ডিসেম্বর মোদি নতুন ১০০০ টাকার নোট বাজারে আনতে পারেন৷ হোয়াটসঅ্যাপে যে নতুন নোটের ছবি দেখা যাচ্ছে, সেটাই হয়তো বাজারে আসতে চলেছে৷ অনেকে আবার এই দাবি করেছেন, ২০০০ টাকার নোট বাতিল হয়ে যেতে পারে ওই দিনই৷ সেই দাবির স্বপক্ষে যুক্তিও ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ অনেকে বলছেন, পরিস্থিতি সামাল দিতে ২০০০-এর মতো বড় নোট বাজারে আনা হয়েছিল৷ এখন যখন পরিস্থিতি খানিকটা শুধরেছে, তখন বাজার থেকে ২০০০-এর নোট তুলে না নেওয়ার কিছু নেই৷

(তৈরি থাকুন, ২০১৭-তেই দেশ জুড়ে চালু হচ্ছে 5G ইন্টারনেট)

যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রক বা কেন্দ্রীয় ব্যাঙ্ক সূত্রে এই খবরের কোনও সত্যতা স্বীকার করা হয়নি৷ ৩০ ডিসেম্বর নতুন নোট বাজারে আসবে, এমন কোনও ইঙ্গিতও মেলেনি কেন্দ্রের তরফে৷ বরং একটি সূত্রের দাবি, নোট বাতিল প্রসঙ্গে অর্থমন্ত্রক থেকে ৬০ পাতার নথি কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে জমা দেওয়া হয়েছে৷ ওই নথিতে নোট বাতিল নিয়ে প্রতিটি খুঁটিনাটি তথ্য রয়েছে৷ সূত্রের খবর, প্রতিটি মন্ত্রীকে অন্তত ১০টি করে জায়গায় নোট বাতিলের সমর্থনে সভা করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৩১ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরই দেশজুড়ে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পক্ষে ব্যাপক প্রচার শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে একটি সূত্র থেকে৷

(২০১৭-য় পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনছে Nokia)

(ইজরায়েলের মহিলা সেনার শরীরী নেশায় বুঁদ দুনিয়া)

The post জাতির উদ্দেশে মোদির ভাষণের পরই বাজারে নতুন ১০০০ টাকার নোট? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement