shono
Advertisement

পুজো অনুদানে স্থগিতাদেশ বহাল হাই কোর্টের, হলফনামা পেশ রাজ্যের

‘সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই এই অনুদান৷’ The post পুজো অনুদানে স্থগিতাদেশ বহাল হাই কোর্টের, হলফনামা পেশ রাজ্যের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:52 PM Oct 09, 2018Updated: 04:22 PM Oct 09, 2018

স্টাফ রিপোর্টার: শারদোৎসব উপলক্ষে ২৮ হাজার পুজো কমিটিকে নিরাপত্তা প্রকল্পে অনুদান দেওয়া হয়েছে বলে কলকাতা হাই কোর্টে জানিয়ে দিল রাজ্য সরকার। সরকারের তরফে মঙ্গলবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, “পুজো করার জন্য এই টাকা দেওয়া হচ্ছে না। নিরাপত্তা খাতে সরকারের যে আর্থিক বরাদ্দ থাকে, সেখান থেকেই সাধারণ মানুষের স্বার্থেই এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এদিন রাজ্য ও মামলাকারীদের সওয়াল শেষে পুজো কমিটিকে সরকারি অনুদান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট৷ আগামিকাল অথবা পরশু ফের মামলার শুনানির সম্ভাবনা৷

Advertisement

[ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় স্কুল চত্বরে ধুন্ধুমার, মাথা ফাটল অভিভাবকের]

সরকারের তরফে এই বক্তব্য জানিয়েই থামেননি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বলেছেন, “সরকারের আর্থিক বরাদ্দ নিয়ে কখনও কোনও অসামঞ্জস্য বা গরমিল দেখা দিলে তা যাচাই করার জন্য রাষ্ট্রপতি অডিটর জেনারেল নিয়োগ করে রেখেছেন। ওই সংস্থাই সরকারের সমস্ত আয়-ব্যয় নিয়ে পরীক্ষা করে থাকে। তাই এই আর্থিক বরাদ্দ নিয়ে জনস্বার্থের মামলা চলা ঠিক নয়।”

[পুজোয় শহরে আসছেন সুরেশ প্রভু-সহ একাধিক বিজেপি নেতা]

গত ৫ অক্টোবর ছিল কলকাতা হাই কোর্টে পুজো কমিটিকে সরকারি অনুদানের বিরোধিতা করে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হয়৷ ওই শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে পুজো পিছু ১০ হাজার টাকা অনুদান দেওয়া নিয়ে হলফনামা চায়। আজ, মঙ্গলবার তারই শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের বক্তব্য জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর মতকেও তুলে ধরেছেন। হাই কোর্টের হলফনামা চাওয়ায় মুখ্যমন্ত্রী জানান, “অনুদানের টাকা ইতিমধ্যেই কমিটিগুলিকে দেওয়া হয়ে গিয়েছে।” গত ১১ সেপ্টেম্বর কলকাতা পুলিশের পুজোর প্রস্তুতি সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের ২৮ হাজার অনুমোদিত পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয়৷

[পুজোতেও নেই ছাড়, হেলমেটহীন বেপরোয়া বাইক আরোহীদের সতর্ক করল পুলিশ]

The post পুজো অনুদানে স্থগিতাদেশ বহাল হাই কোর্টের, হলফনামা পেশ রাজ্যের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement