shono
Advertisement

Breaking News

২০০০ টাকার নোট অনলাইনে বিকোচ্ছে ১.৫ লাখে!

নতুন ২০০০ টাকার নোটের বান্ডিল দেদার মিলছে eBay-তে৷
Posted: 06:52 PM Nov 17, 2016Updated: 01:22 PM Nov 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ২০০০ টাকার নোট হাতে পেতে ব্যাঙ্ক বা এটিএমের সামনে লাইনে দাঁড়িয়ে রয়েছেন? তাহলে আপনি মোটেও স্মার্ট নন! কারণ, ই-কমার্স সাইট eBay-তে দৃশ্যমান কয়েকটি বিজ্ঞাপন বলছে, নতুন ২০০০ টাকার নোট পেতে লাইন ছেড়ে অনলাইনে আসুন!

Advertisement

ঘটনার সূত্রপাত বুধবার৷ একটি বা দুটি নয়, একসঙ্গে এক বান্ডিল ২০০০ টাকার নোটও দেদার মিলছে eBay-তে৷ তবে দাম বেশ চড়া৷ ক্রেডিট কার্ড বা অনলাইনে নোট পিছু ৩৫০০ টাকা দিলে মিলবে একটি নতুন ২০০০ টাকার নোট৷ কিন্তু আপনি যদি শৌখিন বা কুসংস্কারগ্রস্ত হন, তাহলেও আপনার জন্য রয়েছে সুসংবাদ! বিশেষ কয়েকটি নম্বর, যেমন ৭৮৬ সিরিয়াল নম্বর দিয়ে শুরু ৫টি ২০০০ টাকার নোট ও ৫টি ৫০০ টাকার নোট একসঙ্গে মিলছে ১.৫ লক্ষ টাকায়৷

নয়াদিল্লির এক জ্যোতিষী বলছেন, “ভারতে গাড়ির নম্বরপ্লেট, মোবাইল নম্বর, এমনকী বাড়ির ঠিকানাতেও কয়েকটি বিশেষ নম্বরের খোঁজ করেন৷ সেই নম্বর পেলে তাঁরা বাড়তি অর্থ খরচ করতে প্রস্তুত৷ সেই সুযোগকেই কাজে লাগিয়ে অনলাইনে কয়েকজন ব্যক্তি নতুন নোট বিক্রি করা শুরু করেছেন৷” এ বিষয়ে eBay-র আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এক ই-মেলে জানিয়েছেন, ওপেন মার্কেটপ্লেসে কেউ কোন পণ্য বিক্রি করবেন সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়৷ এ বিষয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ না পেলে eBay কোনও পদক্ষেপ করতে পারে না৷ যদিও সূত্রের খবর, ২০০০ টাকার নোটের কালোবাজারি হচ্ছে জানতে পেরে ধীরে ধীরে সেই সব বিজ্ঞাপন মুছে দিতে শুরু করেছে eBay৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement