shono
Advertisement

Breaking News

নতুন নোটে উদ্ধার ৮৫ লক্ষ টাকা, ২ কিলোগ্রাম সোনা: LIVE

নোট বাতিলকে স্বাগত জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী৷
Posted: 08:25 PM Dec 25, 2016Updated: 02:56 PM Dec 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে কালো টাকা উদ্ধারে বিরাম নেই৷ রবিবারও মুম্বই থেকে উদ্ধার হল প্রচুর নতুন নোট, বেআইনি সোনাদানা৷ সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন নবি মুম্বই পুলিশ পানভেল থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার করেছে৷ উদ্ধার হওয়া বিপুল সম্পত্তি তুলে দেওয়া হয়েছে আয়কর দফতরের হাতে৷

Advertisement

শুধু মুম্বই নয়, এদিনই কেরল থেকেও উদ্ধার হয়েছে প্রচুর কালো টাকা৷ কন্নুর থেকে আবগারি দফতর প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছে৷ সবই নতুন নোটে৷ এদিন একটি পরিত্যক্ত বাস থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ টাকা৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করে পুলিশ৷

কালো টাকা রুখতে নগদবিহীন লেনদেনের পক্ষে আজ সওয়াল করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার৷ তিনি বলেন, “হরিয়ানার নিমাবালি গ্রাম গোটাটাই ক্যাশলেস হয়ে গিয়েছে৷ এরকম উদ্যোগকে স্বাগত৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement