সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় মুদ্রায় নেতাজি সুভাষ চন্দ্র বোসের ছবি, নেতাজি সমর্থকদের এই দাবি বহুদিনের। অনেকের কাছেই, নোট বা কয়েনে নেতাজির ছবি দেখা স্বপ্নের মতো। এর আগে এই দাবিও উঠেছে একাধিকবার। কিন্তু বাস্তবে পরিণত হয়নি। এবার সেই পথে হাঁটতে চলেছে মোদি সরকার। আগামী মাসেই বাজারে আসছে নেতাজির ছবি সম্বলিত কয়েন। আজাদ হিন্দ সরকারের প্রথম জাতীয় পতাকা উত্তোলনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ কয়েন বাজারে আনতে চলছে সরকার। যাতে থাকবে নেতাজি সুভাষচন্দ্রের ছবি।
[শীর্ষকর্তাদের অনুপস্থিতিতে দিশেহারা সিবিআই, থমকে মালিয়া-চোকসিদের তদন্ত]
১৯৪৩ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারেই প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাজি। পোর্ট ব্লেয়ারে প্রতিষ্ঠিত হয় ‘ভারতের প্রথম স্বাধীন সরকার।’ যদিও, পরবর্তীকালে রাজনৈতিক টানাপোড়েনে তা আর স্বীকৃতি পায়নি। এবার সেই সরকাকে স্বীকৃতি দিতে চলছে মোদি সরকার। প্রথম জাতীয় পতাকা উত্তোলনের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশ করা হচ্ছে ৭৫ টাকার বিশেষ কয়েন । কয়েনটিতে থাকবে জাতীয় পতাকাকাকে অভিবাদনরত নেতাজির ছবি। সরকারের অনুমতিসাপেক্ষে কয়েকটি টাকশালে অল্প পরিমাণ কয়েন তৈরি করা হবে।
কয়েনটির বিশেষত্ব:
কয়েনটিতে জাতীয় পতাকাকে অভিবাদনরত নেতাজির ছবি থাকবে, পিছনে থাকবে আন্দামান সেলুলার জেলের ছবি। কয়েনটির ওজন হবে ৩৫ গ্রাম।
কয়েনটির ৫০ শতাংশ তৈরি হবে রুপো দিয়ে, ৪০ শতাংশ তামা এবং বাকিটা তৈরি হবে নিকেল এবং দস্তা দিয়ে।
নেতাজির ছবির নিচেই সংস্কৃত এবং ইংরেজিতে লেখা থাকবে ‘প্রথম পতাকা উত্তোলন দিবস।’
[নেহেরুর জন্যই চা-ওয়ালা প্রধানমন্ত্রী হয়েছেন, মোদিকে কটাক্ষ থারুরের]
৩০ সেপ্টেম্বর আন্দামানে প্রথম জাতীয় পতাকা উত্তোলনের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হবে। উপস্থিতি থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই ওই বিশেষ কয়েন প্রকাশ করা হবে। উল্লেখ্য, এর আগে আজাদ হিন্দ সরকারকে সম্মান জানিয়ে এবছরই নজিরবিহীনভাবে দিল্লির লালকেল্লাতে পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ভারতের প্রথম স্বাধীন সরকারকে সম্মান জানাতে এই বিশেষ উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী।
The post এবার নেতাজির ছবি সম্বলিত বিশেষ মুদ্রা আনছে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.