সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভক্তরাই তারকার জন্ম দেয়। সমর্থক ও অনুরাগীদের স্নেহ ও ভালবাসাই তারকাকে আরও অনেক সাফল্যের অনুপ্রেরণা দেয়। আর তাই সেই ভক্তদের অভিনব পন্থায় কৃতজ্ঞতা জানালেন ভারতীয় ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড় এবং তাঁর স্ত্রী।
গত ৩ জুন দীর্ঘদিনের বান্ধবী উৎকর্ষা পওয়ারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ। মহাবালেশ্বরে বসে বিয়ের আসর। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন তারকা দম্পতি। এবার তাঁদের বাগদানের বেশ কিছু ছবি সামনে এল। আর সেখানেই দেখা যাচ্ছে, একেবারে দক্ষিণী সাজ পোশাকে বাগদানে সেজেছিলেন ঋতুরাজ ও কনে উৎকর্ষা। দক্ষিণের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি ও শার্ট পরেন ঋতুরাজ। দক্ষিণী রমণীদের কায়দাতেই শাড়ি পরেন উৎকর্ষা। শুধু তাঁরাই নন, বাগদানের থিমেও ছিল দক্ষিণের ছোঁয়া। আসলে চেন্নাইয়ের মানুষের প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা জানাতেই এই থিম বলে জানান ঋতুরাজ।
[আরও পড়ুন: দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকায় হাজিরা দেওয়া সম্ভব না, ইডিকে চিঠি অভিষেকের]
ইনস্টাগ্রামে বাগদানের বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “চেন্নাইয়ের (CSK) মানুষের প্রতিই এই ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় বাগদান উৎসর্গ করেছে উৎকর্ষা। আসলে চেন্নাই সুপার কিংস আমার জীবন বদলে দিয়েছে। চেন্নাই শহর এবং সেখানকার মানুষ আমার কাছে কতটা প্রিয়, সেটা বোঝাতেই এই দক্ষিণী সংস্কৃতি মেনে বাগদান সেরেছি আমরা। আমার স্ত্রীর এমন ভাবনায় আমি সত্যিই খুশি।”
ঋতুরাজের স্ত্রী উৎকর্ষাও একজন ক্রিকেটার। মহারাষ্ট্রের মহিলা দলে খেলেন তিনি। ২৪ বছর বয়সি এই মহিলা ক্রিকেটার ডানহাতি মিডিয়াম পেসার। ২০২১ সালে তিনি লিস্ট এ ক্রিকেটও খেলেছেন। ক্রিকেটের পাশাপাশি ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড সায়েন্সে পড়াশোনাও করছেন তিনি। দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল আইপিএল ফাইনালে। আইপিএল ট্রফি জয়ের পর উৎকর্ষা মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণামও করেন।