shono
Advertisement

Breaking News

মোদির বায়োপিক নিয়ে ক্ষুব্ধ সলমন, প্রযোজকদের নোটিস ধরালো নির্বাচন কমিশনও

সবদিক থেকেই বিপাকে 'পিএম নরেন্দ্র মোদি'। The post মোদির বায়োপিক নিয়ে ক্ষুব্ধ সলমন, প্রযোজকদের নোটিস ধরালো নির্বাচন কমিশনও appeared first on Sangbad Pratidin.
Posted: 08:23 PM Mar 26, 2019Updated: 08:23 PM Mar 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তি পেয়েছে পিএম নরেন্দ্র মোদি‘র ট্রেলার। জোর কদমে প্রচারেও নেমে পড়েছেন ছবির অভিনেতা বিবেক ওবেরয়। লোকসভা নির্বাচনের আগে যে ছবি অন্য দলের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই ট্রেলার মুক্তির পর থেকেই বিপাকে পড়েছে উমঙ্গ কুমারের এই ছবি।

Advertisement

ছবির মুক্তি পিছনোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। ছবিটির উপর নির্বাচন শেষ হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হোক, এমন দাবি তুলে সরব হয়েছিল কংগ্রেসও। এমনকী নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও হয়। এদিকে রবিবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে ছবির নির্মাতাদের রীতিমতো হুমকি দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, নির্বাচনের আগে মহারাষ্ট্রে ছবি মুক্তি পেলে ফল ভাল হবে না। ফলস্বরূপ ছবির নির্মাতাদের নোটিস ধরালো নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। বলা হয়েছে, নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া কোনও রাজনৈতিক ছবির প্রদর্শন করা যায় না। ৩০ মার্চের মধ্যে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির অরুণ জেটলি অবশ্য বাকস্বাধীনতার পক্ষে সওয়াল করে ছবিটির সমর্থনে দাঁড়িয়েছেন।

[আরও পড়ুন: প্রেমের গল্পে ঋত্বিক-শুভশ্রী জুটি, মহরৎ সারলেন রাজ চক্রবর্তী]

রাজনৈতিক সমস্যা তো রয়েইছে, সেই সঙ্গে ছবিটি মুক্তির আগেই বিরাগভাজন হচ্ছে বলিউডের একাধিক তারকার। যেমন সম্প্রতি জাভেদ আখতার চটেছিলেন প্রযোজক সন্দীপ সিংয়ের উপর।নিজে ছবিটির জন্য কোনও গান লেখেননি, অথচ টাইটেল কার্ডে গীতিকার হিসাবে তাঁর নাম রয়েছে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার জানা গেল ক্ষুব্ধ সলমন খান। কিন্তু কেন?

জানা গিয়েছে, ছবিতে সলমন খানের দশ ছবির শুনো ‘গোর সে দুনিয়াওয়ালো’ গানটি ব্যবহৃত হয়েছে পিএম নরেন্দ্র মোদি’তে। আর এতেই নাকি চটেছেন ভাইজান। আসল গানটিতে সলমনের সঙ্গে দেখা গিয়েছিল সঞ্জয় দত্ত, রবীনা টন্ডন এবং শিল্পা শেঠীকে। তবে পরিচালক মুকুল আনন্দের আচমকা প্রয়াণে ছবিটি আর মুক্তি পায়নি। তাঁর প্রিয় গানটিতে বিবেক ওবেরয়কে নাকি কিছুতেই মেনে নিতে পারছেন না দাবাং খান। ভাইজানের সঙ্গে বিবেকের বিবাদের কথা এখন আর কারও অজানা নেই। ঐশ্বর্য রাইকে নিয়েই বিবেকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন সলমন। বিবেকের সঙ্গে অ্যাশের প্রেমের সম্পর্ক সহ্য হয়নি তাঁর। আর তাই মদ্যপ অবস্থায় তাঁকে খুনের হুমকিও দিয়েছিলেন ঐশ্বর্যের এককালের প্রেমিক। এতগুলো বছর কেটে গেলেও দুই তারকার মধ্যে সম্পর্কের ফাটল জোড়া লাগেনি। আর তাই তাঁর গানে বিবেকের আবির্ভাব কিছুতেই মেনে নিতে পারছেন না সলমন। বলিউড সুপারস্টার অবশ্য সরাসরি এনিয়ে কিছু বলেননি। তবে তাঁর ঘনিষ্ঠরা এমনটা জানিয়েছেন। এবার দেখার কোনও কাটছাঁট ছাড়া 5 এপ্রিল নির্ধারিত দিনেই ছবিটি মুক্তি পায় কিনা।

[আরও পড়ুন: কংগ্রেসের টিকিটে ভোটে লড়ছেন উর্মিলা! জোর জল্পনা মুম্বইয়ে]

The post মোদির বায়োপিক নিয়ে ক্ষুব্ধ সলমন, প্রযোজকদের নোটিস ধরালো নির্বাচন কমিশনও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement