shono
Advertisement

Breaking News

ডুরান্ড কাপ শুরু ৩ আগস্ট, বাংলার তিন মাঠে হবে খেলা

৩ সেপ্টেম্বর হবে ডুরান্ড ফাইনাল।
Posted: 04:28 PM Jun 23, 2023Updated: 04:30 PM Jun 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপের (Durand Cup) বল গড়াবে ৩ আগস্ট। ছ’টি কেন্দ্রে খেলা হবে। ছ’টি কেন্দ্রের মধ্যে তিনটিই বাংলার। তাছাড়া গুয়াহাটি, কোকরাঝার এবং শিলংয়ে হবে ডুরান্ড কাপের ম্যাচগুলো। ফাইনাল হবে সল্টলেক স্টেডিয়ামে। ৩ সেপ্টেম্বর হবে ফাইনাল।

Advertisement

যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ত কাপ হবে। তৃতীয় কেন্দ্রের জন্য আয়োজকরা চিন্তাভাবনা করছেন। মোহনবাগান মাঠ ও নৈহাটি স্টেডিয়ামের নাম উঠে আসছে।
নতুন দু’টি ভেন্যু হিসেবে কোকরাঝার ও শিলংয়ে এবার ডুরান্ড কাপের খেলা হবে। লাজং এফসি প্রথম বার ডুরান্ড কাপে নামবে। গতবছর ইম্পল ডুরান্ড কাপের অন্যতম ভেন্যু ছিল।

[আরও পড়ুন: অভাবের সঙ্গে যুদ্ধে জয়! ন্যাশনাল গেমসে সোনা জয় হুগলির নূপুরের]

 

ডুরান্ড কাপে অংশ নেবে ২৪টি দল। ছ’টি গ্রুপে ভাগ করা হচ্ছে ২৪টি দলকে। ছ’টি গ্রুপের সেরা ছ’টি দল এবং সেরা দু’টি দলকে নিয়ে কোয়ার্টার ফাইনাল হবে। মোহনবাগান, ইস্টবঙ্গল, বেঙ্গালুরু এফসি ডুরান্ডে অংশ নেবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গতবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি। বেঙ্গালুরু ২-১ গোলে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল।

[আরও পড়ুন: আমেরিকায় ক্রিকেট কূটনীতি মোদির, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলুক বাইডেনের দেশ, চাইছেন প্রধানমন্ত্রী]

 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement