সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক সপ্তাহ ধরেই তাঁকে নিয়ে চর্চা ছিল অব্যাহত। অবশেষে ৫৫ দিন পরে গ্রেপ্তার সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান শেখ (Shahjehan Sheikh)। আর তাঁর গ্রেপ্তারির পরই উৎসবের আমেজ সন্দেশখালিতে (Sandeshkhali)। রীতিমতো লাড্ডু বিলি হচ্ছে সেখানে। চলছে বাজি ফাটানো।
এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে সাধারণ মানুষদের জবাব, ”এই খুশি কেবল সন্দেশখালিতে নয়, সারা পশ্চিমবঙ্গে। শেখ শাহজাহানের বিরুদ্ধে সাধারণ মানুষ, বিশেষ করে নারীশক্তি যেভাবে মাঠে নেমেছিল, তা সকলে দেখেছে। অবশেষে সেই শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে। তাই আজ সেই খুশিতেই আমরা মিষ্টি বিলি করছি।” শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে তাঁরা অভিযোগ জানিয়ে বলছেন, ”এ এত অন্যায় করেছে, এত অত্য়াচার করেছে যে বলে বোঝানো যাবে না। তাই আজ যখন শাহজাহান গ্রেপ্তার, সেই খুশিতেই বোমা ফাটাচ্ছে সবাই, মিষ্টি খাচ্ছে।”
[আরও পড়ুন: দক্ষিণে আলাদা দেশের দাবি তুলে বিতর্কে কর্নাটকের কংগ্রেস সাংসদ, তীব্র নিন্দা নির্মলার]
এদিকে পুলিশের দাবি, রাতভর জেরায় ইডি আধিকারিকদের উপর হামলার কথা নাকি স্বীকারও করেছেন অভিযুক্ত সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড শাহজাহান। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে ছিলেন তিনি। গত ৫ জানুয়ারি তাঁর খোঁজে সন্দেশখালির সরবেড়িয়ার বাড়িতে যান ইডি আধিকারিকরা। অভিযোগ, সেই সময়ই কয়েকশো লোক দ্রুত জড়ো হয়ে মারধর করতে থাকেন ইডি আধিকারিকদের। ঝরে রক্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়িতেও ভাঙচুর করা হয়। প্রথম থেকেই ইডি দাবি করে, শাহজাহানের নির্দেশেই তাঁদের উপর হামলা চালানো হয়। সন্দেশখালির ‘বাঘ’ তদন্তে পুলিশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মারধরে কারা যুক্ত ছিল, তা নাকি জানাবেন শাহজাহান।