shono
Advertisement

রাতের অন্ধকারে ঘোলায় সরস্বতী প্রতিমা ভাঙার অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

তদন্তে ঘোলা থানার পুলিশ।
Posted: 03:51 PM Dec 31, 2023Updated: 03:51 PM Dec 31, 2023

অর্ণব দাস, বারাসত: রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সরস্বতী প্রতিমা ভাঙার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার ঘোলার বিলকান্দা পঞ্চায়েত এলাকায়। আর্থিক ক্ষতির মুখে মৃৎশিল্পীরা। তদন্তে ঘোলা থানার পুলিশ।

Advertisement

বিষয়টা ঠিক কী? বছরের শুরুতেই সরস্বতী পুজো। স্বাভাবিকভাবেই মৃৎশিল্পীরা ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজ শুরু করে দিয়েছেন। ঘোলা থানার অন্তর্গত বিলকান্দা পঞ্চায়েতের অনেকেই প্রতিমা শিল্পের সঙ্গে যুক্ত। স্থানীয়দের দাবি, বিলকান্দা ব্লক ২-এর লেনিন গড় এলাকায় রাতের অন্ধকারে কেউ বা কারা তাণ্ডব চালাচ্ছে। ভেঙে দেওয়া হচ্ছে তৈরি করে রাখা সরস্বতী প্রতিমা। অভিযোগ, এখনও পর্যন্ত কমপক্ষে ৩৫ টি প্রতিমা ভাঙা হয়েছে।

[আরও পড়ুন: নতুন বছরে কলকাতা পুলিশের আওতায় ভাঙড়, মঙ্গলে ৪ থানার উদ্বোধন করবেন মমতা]

এক একটি মূর্তি তৈরিতে বেশ অনেকটা সময় লাগে। সেখানে একের পর এক মূর্তি ভাঙায় সমস্যায় পড়ছেন শিল্পীরা। প্রচুর টাকার ক্ষতি হচ্ছে, যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। ইতিমধ্যেই এ বিষয়ে ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃৎশিল্পীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান।

[আরও পড়ুন: হিসাব বহির্ভূত সম্পত্তির খোঁজ? আয়কর দপ্তরের নজরে পটাশপুরের TMC বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement