shono
Advertisement

Breaking News

আম্মাকে খুন করার চেষ্টা করেছিলেন শশীকলা, তোপ পুষ্পার

চেন্নাই হাই কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। The post আম্মাকে খুন করার চেষ্টা করেছিলেন শশীকলা, তোপ পুষ্পার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:25 PM Dec 17, 2016Updated: 11:55 AM Dec 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্মার মৃত্যুর পর তামিলনাড়ুর রাজনৈতিক কোন্দল অব্যাহত। জয়ললিতার মৃত্যুর পর যখন তাঁর দল এআইএডিএমকে’র তরফ থেকে তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী শশীকলাকে দলের সাধারণ সম্পাদক পদে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখনই শশীকলার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ শশীকলা পুষ্পা। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “আম্মার পর দলের সাধারণ সম্পাদক পদে শশীকলা নটরাজনকে নিযুক্ত করা খুবই খারাপ একটি সিদ্ধান্ত। কারণ ম্যাডাম (জয়ললিতা) কখনও নিজের রাজনৈতিক উত্তরাধিকারী হিসাবে শশীকলাকে নিযুক্ত করেননি। তিনি কখনও দলের বিধায়ক বা কাউন্সিলর পদও পাননি। এটাই স্পষ্ট করে দেয় যে আম্মার রাজনৈতিক জীবনের সঙ্গে শশীকলার জীবন কোনওভাবেই মেলে না। শুধু তাই নয়, আম্মার বিরুদ্ধে চক্রান্ত করার ঘটনায় তাঁকে একবার বহিষ্কারও করেছিলেন আম্মা। তিনি আম্মাকে খুন করার চেষ্টা করেছিলেন।”

Advertisement

এতেই থেমে নেই পুষ্পা। জানা গিয়েছে চিনাম্মা শশীকলার বিরুদ্ধে চেন্নাই হাই কোর্টের দ্বারস্থ হওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শশীকলাকে নিয়ম বহির্ভূতভাবে দলের সম্পাদক হিসাবে বেছে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ পুষ্পার।

তাঁর আইনজীবী জানান, সাধারণত দলের সদস্যপদে একটানা পাঁচ বছর থাকলে সাধারণ সম্পাদক হওয়ার জন্য নির্বাচনে অংশ নিতে পারেন কেউ। কিন্তু শশীকলা মাত্র সাড়ে চার বছর দলের সদস্য পদে রয়েছেন। এরপরেও তাঁকে দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করাটা নিতান্তই ঠিক সিদ্ধান্ত নয়।

The post আম্মাকে খুন করার চেষ্টা করেছিলেন শশীকলা, তোপ পুষ্পার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement