shono
Advertisement

Breaking News

কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে অনলাইনে ভরতি, গেজেটে বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দপ্তর

প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই নয়া ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে তার খুঁটিনাটি জানানো হয়েছে।
Posted: 10:42 AM Apr 25, 2023Updated: 10:47 AM Apr 25, 2023

দীপালি সেন: নতুন শিক্ষাবর্ষ (২০২৩-২৪) থেকেই কেন্দ্রীয়ভাবে অনলাইন মাধ্যমে রাজ্যে স্নাতক স্তরে পড়ুয়া ভর্তি শুরু হয়ে যাবে রাজ্যের বিশ্ববিদ্যালয় ও তাদের অধীনস্থ কলেজগুলিতে। সোমবার সেই মর্মে কলকাতা গেজেটে বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দপ্তর। কিছুদিন আগেই কেন্দ্রীয় ওয়েব ভিত্তিক অনলাইন ভর্তি ব্যবস্থার মাধ্যমে স্নাতক স্তরে পড়ুয়া ভর্তিতে অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা।

Advertisement

গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই নয়া ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে তার খুঁটিনাটি জানানো হয়েছে। বলা হয়েছে, ভরতি অনলাইন পোর্টালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে উচ্চশিক্ষা সংসদ।

[আরও পড়ুন: কালিয়াগঞ্জে প্রতিবাদ মিছিলের ব্যানারে নির্যাতিতার নাম ও ছবি! বিজেপিকে তুলোধোনা তৃণমূলের ]

উচ্চশিক্ষা দফতর চাইলে যে কোনও কোর্স বা কলেজকে কেন্দ্রীয় অনলাইন ভর্তি ব্যবস্থার বাই‌রে রাখতে পারে। এছাড়া, এই ব্যবস্থার বাইরে থাকবে স্বশাসিত, সংখ্যালঘু, আইন, প্রশিক্ষণ, বেসরকারি কলেজ ও প্রতিষ্ঠানগুলি। ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং, মেডিক্যাল সংক্রান্ত কোর্স, ফাইন ও ভিজ্যুয়াল আর্টস, সঙ্গীত, নৃত্য, হস্তশিল্প সংক্রান্ত কোর্স থাকা কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিও এই ব্যবস্থার আওতাধীন নয়।

[আরও পড়ুন: ‘রক্তপাতহীন ভোটের জন্য চাই ভাল প্রার্থী’, জনসংযোগ কর্মসূচির শুরুতেই বার্তা অভিষেকের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার