shono
Advertisement

Breaking News

পরমব্রত-পিয়ার সুরেলা যুগলবন্দি, গানেই ‘গোপন কথা’ বললেন তারকা দম্পতি, দেখুন ভিডিও

এমন গান শোনা যায় 'বারে বারে'।
Posted: 10:13 AM Mar 31, 2024Updated: 10:13 AM Mar 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইকএন্ড যার যার, আনন্দ সবার। কেউ পার্টি করতে ভালোবাসেন, কেউ চুটিয়ে আড্ডা দিতে চান। কারও আবার জিভে জল আনা সুস্বাদু খাবার চাই। পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) ও পিয়া চক্রবর্তীর উইকএন্ড কাটে কেমনে? তারকা দম্পতি নিজেরাই শেয়ার করে জানিয়ে দিলেন ‘গোপন কথা’টি। যা শোনা যায় ‘বারে বারে’।

Advertisement

ফাইল চিত্র

গানেই মন পরম-পিয়ার। তাই তো শনিবারের রাতে গিটার হাতে বসে পড়েছিলেন পরমব্রত। পাশে ছিলেন পিয়া (Piya Chakraborty)। ‘ওয়ান, টু, থ্রি, ফোর…’, এই নির্দেশিকা দিয়েই গিটার বাজাতে শুরু করেন অভিনেতা-পরিচালক। স্বামীর গিটারের সুরে সুর মিলিয়েই গান ধরেন পিয়া। ‘আমি কান পেতে রই…’, এই গানেই মুগ্ধ করলেন তিনি। ভিডিও শেয়ার করে পরমব্রত লিখলেন, “ঠিক এমনই আমাদের শনিবারের রাতের জ্যাম সেশন।”

[আরও পড়ুন: ভুবন বাদ্যকর, রাণু মণ্ডলদের মতো ভাইরাল শিল্পীরা টেকে না! জিতের কথায় বিরোধিতার সুর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement