সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত সত্যজিৎ রায়ের সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায় (soumendu roy)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন সৌমন্দু রায়। বুধবার বালিগুঞ্জ সার্লুকার রোডে তাঁর নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
সত্য়জিৎ রায়ের সঙ্গে সৌমেন্দু রায়ের পরিচয় ১৯৫৪ সালে। ‘পথের পাঁচালী’তে সুব্রত মিত্রর সহকারী হিসেবেই কাজ শুরু করেছিলেন সৌমেন্দু রায়। তার পর ১৯৬১ সালে স্বাধীনভাবে সত্যজিতের সঙ্গে কাজ শুরু করেন। রবিঠাকুরকে নিয়ে সত্যজিতের একটি তথ্যচিত্র এবং তিনকন্য়া ছবিতে কাজ করেন শিল্পী।
[আরও পড়ুন: আদরের মেয়ের নাম রাবেয়া রেখেছেন স্বরা ভাস্কর, কেন এই নামই বাছলেন?]
সৌমেন্দু রায় সত্যজিতের সঙ্গে মোট ১৫টি ছবিতে কাজ করেন। তৈরি করেছেন শর্ট ফিল্ম এবং তথ্যচিত্রও। শুধুমাত্র সত্যজিৎ রায় নয়, তপন সিনহা, তরুণ মজুমদারের সঙ্গেও কাজ করেছেন তিনি। বিনোদনজগতের নক্ষত্রপতনে স্বাভাবিকভাবেই শোকের ছায়া ভারতীয় চলচ্চিত্র মহলে।