সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) অধিকর্তা সঞ্জয়কুমার মিশ্রের (SK Mishra) মেয়াদ বাড়ানোকে বেআইনি আখ্যা দিল শীর্ষ আদালত। তবে ৩১ জুলাই পর্যন্ত তাঁকে ইডি অধিকর্তা পদে থাকার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০২১ সালেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল আর বাড়ানো যাবে না তাঁর মেয়াদ। কিন্তু গত বছরের নভেম্বরে তাঁর মেয়াদবৃদ্ধির নোটিস দিয়েছিল কেন্দ্র। কেন্দ্রের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
এদিন বিচারপতি বি আর গাভাই, বিক্রম নাথ ও সঞ্জয় কারোলের বেঞ্চ জানিয়েছে, মিশ্রর মেয়াদবৃদ্ধি ২০২১ সালে দেওয়া রায়ের পরিপন্থী। উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে প্রথমবার ইডি অধিকর্তার দায়িত্ব পান মিশ্র। প্রাথমিক ভাবে তাঁকে দু’বছরের জন্য ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২০ সালে নভেম্বরে সেই মেয়াদ শেষ হয়। সেবছরেরই মে মাসে তিনি ৬০ বছর পেরিয়ে যান। অর্থাৎ তখনই তাঁর অবসরের বয়স হয়ে গিয়েছিল।
[আরও পড়ুন: ভাঙড়ে নিজের ঘরেই হার আরাবুলের! গণনা শেষের আগেই ছাড়লেন গণনাকেন্দ্র]
কিন্তু ২০২০ সালের ১৩ নভেম্বর কেন্দ্র নির্দেশ দিয়ে তাঁর মেয়াদ দুই থেকে তিন বছর করে। সেই সময়ই কেন্দ্রের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ‘কমন কজ’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও সুপ্রিম কোর্ট (Supreme Court) কেন্দ্রের নির্দেশকে বাতিল করেনি। কিন্তু জানিয়ে দিয়েছিল আর বাড়ানো যাবে না মিশ্রর মেয়াদ। কিন্তু সেই রায়ের পরও কেন্দ্র ২০২২ সালের নভেম্বরে মিশ্রর মেয়াদ ফের বাড়ায়। এবার সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে তাকে ‘বেআইনি’ বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।