shono
Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআই থেকে অপসারিত অনুরাগ ঠাকুর

বিসিসিআই সভাপতি পদ থেকে অনুরাগ ঠাকুরকে বরখাস্ত করল দেশের সর্বোচ্চ আদালত৷ সরানো হল সচিব অজয় শিরকেও৷ The post সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআই থেকে অপসারিত অনুরাগ ঠাকুর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:25 PM Jan 02, 2017Updated: 12:08 PM Jan 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম নির্দেশে ভারতীয় ক্রিকেটের বড় রদবদলের প্রত্যাশা ছিলই৷ ঘটনা ঘটল সেই অনুযায়ী৷ বিসিসিআই সভাপতি পদ থেকে অনুরাগ ঠাকুরকে বরখাস্ত করল দেশের সর্বোচ্চ আদালত৷ সরানো হল সচিব অজয় শিরকেও৷

Advertisement

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে স্বচ্ছতা আনতে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন বিচারপতি আর এম লোধার নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়েছিল৷ সেই কমিটি বোর্ডকে বেশ কিছু সুপারিশ দিয়েছিল৷ এক রাজ্য এক ভোট, সত্তরোর্ধ্ব ব্যক্তি দায়িত্বে থাকতে পারবেন না, কেন্দ্রীয় মন্ত্রীরা বোর্ডের কোনও পদাধিকার পাবেন না, জোন ভিত্তিক নির্বাচক না বেছে গোটা দেশ থেকে তিনজন নির্বাচক বাছা হোক বলে সুপারিশ করা হয়েছিল৷ যা মানা তো দূর অস্ত, দিনের পর দিন কমিটির সুপারিশের বিরুদ্ধাচরণ করে যাচ্ছিল বোর্ড৷ ফলে বোর্ডের শীর্ষ নেতৃত্বকে ছেঁটে ফেলার সম্ভাবনাই জোরদার হচ্ছিল৷ সেই মর্মে একটি রিপোর্টও জমা দেয় লোধা কমিটি৷ যেখানে বোর্ডের শীর্ষ কর্তাদের অপসারণ দাবি করা হয়েছিল৷ এদিন সুপ্রিম রায়ে সে সম্ভাবনায় সিলমোহর পড়ল৷

রায় ঘোষণার পর বিচারপতি লোধা জানান, “এটা হওয়ারই ছিল৷  এ নিয়ে তিনটি রিপোর্ট জমা দেওয়া হয়েছিল৷ তখন তা বাস্তবায়িত হয়নি৷ প্রত্যেকের মাথায় রাখা উচিত, সুপ্রিম কোর্ট যখন কোনও রায় দেয় তখন সকলকেই তা মেনে চলতে হবে৷ আইনের উর্ধ্বে কেউ নেই৷”

The post সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআই থেকে অপসারিত অনুরাগ ঠাকুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement