shono
Advertisement

জিপিএস চিপের ভয়, নয়া নোট খরচ না করে পাকড়াও ডাকাত

ছিল গুজব৷ কিন্তু আদতে দেখা গেল তা কাজের কাজই করেছে৷ The post জিপিএস চিপের ভয়, নয়া নোট খরচ না করে পাকড়াও ডাকাত appeared first on Sangbad Pratidin.
Posted: 06:40 PM Dec 28, 2016Updated: 01:19 PM Dec 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিল গুজব৷ কিন্তু আদতে দেখা গেল তা কাজের কাজই করেছে৷ নতুন ২০০০ টাকার নোটে জিপিএস চিপ ছিল বলে খবর রটেছিল৷ পরে রিজার্ভ ব্যাঙ্ক জানায় সে খবর ভুল৷ কিন্তু ভুল ভাঙেনি ডাকাতদের৷ ফলে নতুন নোট খরচ না করে রেখেই দিয়েছিল নিজেদের কাজে৷ আর সে সুযোগ কাজে লাগিয়েই তাদের পাকড়াও করল পুলিশ৷

Advertisement

ঘটনা দিল্লির পাণ্ডব নগর এলাকার৷ ডাকাতির মূল পাণ্ডা ছিল বিট্টু নামে বছর ২৯-এর যুবক৷ পেশায় গাড়িচালক৷ তবে মাঝেমধ্যে এটিএমের সামেন পাহারা দিতেও দেখা যেত তাকে৷ বিশেষত যখন টাকা ভরার কাজ চলত৷ সেই সময়ই ডাকাতির ছক কষে সে৷ সঙ্গী হয় আরও দুজন৷ বেশ কয়েকদিন তারা টাকাভর্তি গাড়ির উপর নজরদারি চালায়৷ তারপর একটা বাইক নিয়ে বদলে ফেলা হয় নম্বর প্লেট৷ কাজ হাসিল হয় গত ১৯ ডিসেম্বর৷ প্রতাপগঞ্জ এলাকায় রক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে তারা৷ কিন্তু বাধ সাধল গুজব৷ তারা জানত, নতুন নোটে জিপিএস চিপ আছে৷ যেখানেই সে টাকা থাকুক না কেন, ঠিক তার হদিশ মিলবে৷ এমনকী মাটির তলায় গেলেও রক্ষা নেই৷ সেই ভয়েই নতুন নোট খরচ করতে ভয় পেয়েছিল তিন ডাকাত৷ সূত্র মারফত খবর পেয়ে জাল পাতে পুলিশ৷ নতুন নোট গছিয়ে দেওয়ার আশায় আসে তিন যুবক৷ তখনই তাদের পাকড়াও করা হয়৷ পুলিশের চারটি দল হন্যে হয়ে খুঁজছিল এই ডাকাতদের৷ অবশেষে এক শপিং মল থেকে গ্রেপ্তার করা হয় তাদের৷

The post জিপিএস চিপের ভয়, নয়া নোট খরচ না করে পাকড়াও ডাকাত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement