সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেননি। অকালে দাঁত পড়ে গিয়েছে? কিংবা দাঁতের সমস্যায় তুলে দিতে বাধ্য হয়েছেন? নকল দাঁতে ভরসা না করে এবার অবিকল আসল দাঁত ফের বসিয়ে নেওয়া যাবে। এই প্রথম গবেষণাগারে মানব দাঁত তৈরি করলেন বিজ্ঞানীরা।

লন্ডনের কিংস কলেজের গবেষকদের দাবি, যেসব রোগীরা দাঁত হারিয়ে বিকল্প হিসাবে ডেন্টাল ইমপ্ল্যান্টস করাচ্ছেন বা ফিলিং করাচ্ছেন, তাঁরা এবার নিজেদের দাঁতই ফিরে পাবেন। কীভাবে? গবেষক দলটি এমন একটি জিনিস আবিষ্কার করেছেন যেটি মানুষের দাঁত তৈরি হওয়া বা দাঁতের বেড়ে ওঠার জন্য যে পরিবেশের দরকার হয়, সেটি দিতে পারছে। অর্থাৎ সেই প্রক্রিয়াতে রোগীর দাঁতের কোষ দিয়ে দাঁতের গঠন শুরু করা সম্ভব হচ্ছে। এই দাঁত রোগীর চোয়ালের গঠনের সঙ্গে খাপ খাইয়ে আপনা থেকেই উঠতে থাকে।
শিশুর জন্মের মাস ছয়েক পর থেকে সাধারণত দাঁত উঠতে শুরু করে। তারপর সাত-আট বছর বয়সে দুধে দাঁত পড়ে গিয়ে গজায় নতুন দাঁত। যা বৃদ্ধ বয়স পর্যন্ত সঙ্গী হয়ে থাকে। এর মাঝে দাঁতের সমস্যার কারণে দাঁত তুলতে হলে কৃত্রিম দাঁত বসিয়ে নেন বহু মানুষ। তাতে কয়েক বছর পরেই সেই কৃত্রিম দাঁত ফের নড়বড়ে হয়ে যায়।
তাছাড়া ইমপ্ল্যান্টের ঝক্কিও অনেক। এবার আর এই সব পদ্ধতিরই আর প্রয়োজন হবে না বলে দাবি কিংস কলেজের রিজেনারেটিভ ডেনটিস্ট্রির ডিরেক্টর ডা. অ্যানা অ্যাঞ্জেলোভা ভোলপনির। তাঁর কথায়, তাঁদের গবেষণাগারের এই আবিষ্কার দাঁতের চিকিৎসায় নবজাগরণ ঘটল। রিপোর্টটিতে বলা হয়েছে, তিমি, হাতির মতো কিছু প্রাণীর দাঁত ভেঙে গেলে আবার নতুন দাঁত গজিয়ে যায়। কিন্তু মানুষের পরিণত বয়সে দাঁত ভাঙলে আর গজায় না।