shono
Advertisement

জানেন, নতুন ৫০০ টাকার নোটে যোগ হল কোন নয়া বৈশিষ্ট্য?

এগুলো জানা থাকলেই নকল নোটের হাত থেকে পরিত্রাণ মিলবে৷ The post জানেন, নতুন ৫০০ টাকার নোটে যোগ হল কোন নয়া বৈশিষ্ট্য? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:19 AM Nov 14, 2016Updated: 07:49 PM Nov 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট সংকট ঠেকাতে রবিবারই নাসিক থেকে ৫০ লক্ষ নতুন ৫০০ টাকার নোট পৌঁছেছে রিজার্ভ ব্যাঙ্কে৷ এরপর এটিএম বা ব্যাঙ্ক থেকে মিলবে এই নয়া নোট৷ কিন্তু বাতিল নোটের সঙ্গে বেশ কিছু জায়গায় এর ফারাক আছে৷ শুধু রঙের তফাতই নয়, যোগ হয়েছে নতুন কিছু বৈশিষ্ট্যও৷

Advertisement

কী কী নয়া চিহ্ন আছে এই নোটে?

১) পুরনো নোটের মতো গান্ধীজির ছবি নোটের ডানদিকে থাকছে না৷ থাকবে একেবারে মাঝামাঝি৷

 ২) নতুন নোটের বাঁদিকে দেবনাগরী হরফে পাঁচশো কথাটি লেখা থাকবে৷

৩) নোটের নীচে ডানদিকে যে সংখ্যাগুলি লেখা থাকবে, সেগুলির আকার বাঁদিক থেকে ডানদিকে ক্রমশ বাড়তে থাকবে৷

৪) অশোক স্তম্ভের ঠিক উপরে গোলাকার অংশে পাঁচশো লেখা থাকবে৷ দৃষ্টিহীনরা এই অংশ ছুঁয়ে আসল নোট চিনে নিতে পারবেন৷

৫) দৃষ্টিহীনদের জন্যই আরও একটি বৈশিষ্ট্য রাখা হয়েছে৷ নোটের দু-প্রান্তেই পাঁচটি করে বাঁকা রেখা আছে, যেগুলিকে স্পর্শ করে অনুভব করতে পারবেন তাঁরা৷

৬) নোটের পিছনে দিকে লবন সত্যাগ্রহ অভিযানের ছবির বদলে থাকবে দেশের জাতীয় পতাকা-সহ লালকেল্লার ছবি৷

৭) প্রতিটি নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের প্রতিশ্রুতি-সহ স্বাক্ষর থাকবে৷

৮) এছাড়া  নোটটিকে হাতে নিয়ে নাড়াচাড়া করলে নোটের মাঝামাঝি হলোগ্রাম অংশের রং সবুজ থেকে নীল হবে৷

এই নতুন বৈশিষ্ট্যগুলি যোগ হয়েছে নয়া নোটে৷ এগুলো জানা থাকলেই নকল নোটের হাত থেকে পরিত্রাণ মিলবে৷

The post জানেন, নতুন ৫০০ টাকার নোটে যোগ হল কোন নয়া বৈশিষ্ট্য? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement