সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘কাণ্ডকারখানা’কে তীব্র কটাক্ষ কংগ্রেসের (Congress)। ম্যাচ শুরুর আগে যেভাবে মোদি এবং অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হল এবং যেভাবে স্টেডিয়ামে মোদি-মোদি রব উঠল, সেটা আসলে চূড়ান্ত আত্মকেন্দ্রিকতা এবং আত্মপ্রচারের প্রমাণ বলে দাবি করছে হাত শিবির।
বুধবার বর্ডার-গাভাসকর ট্রফির মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে থেকেই আহমেদাবাদকে কার্যত মোদিময় করে তোলা হয়েছিল। স্টেডিয়ামের বাইরে লাগানো হয়েছিল বড় বড় ব্যানার। কোথাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি, তো কোথাও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের (Anthony Albanese)ছবি। কোথাও আবার দু’জন একসঙ্গে। কোনও কোনও ব্যানারে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবিও আছে বটে, কিন্তু তাতে ক্রিকেটাররা গৌণ, প্রধানমন্ত্রীই মুখ্য।
[আরও পড়ুন: ত্রিপুরার উপজাতিদের দাবি মানতে রাজি অমিত শাহ! প্রদ্যোতের দাবিতে চাঞ্চল্য]
ম্যাচের প্রায় ৪৫ মিনিট আগে স্টেডিয়ামে পৌঁছে যান দুই দেশের প্রধানমন্ত্রী। দুই দেশের অধিনায়কের হাতে দেশের ক্যাপ তুলে দেন তাঁরা। তারপর দুই দেশের প্রধানমন্ত্রী এবং অধিনায়ক হাতে হাত রেখে ফটো সেশনের জন্য ‘পোজ’ দেন। ততক্ষণে স্টেডিয়ামজুড়ে ‘মোদি-মোদি’ রব শুরু হয়ে গিয়েছে। ফটো সেশন সারার পর সুসজ্জিত গাড়িতে গোটা স্টেডিয়াম ঘোরেন দুই প্রধানমন্ত্রী। তখনও বারবার মোদি-মোদি রব উঠেছে। পরে মাঠে নেমে সব ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়েছেন মোদি এবং অ্যালবানিজ। এর ফাঁকে আবার বোর্ড সচিব জয় শাহ দুই প্রধানমন্ত্রীকে স্মারক বিশেষ উপহার দিয়েছেন। মজার কথা হল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, নরেন্দ্র মোদিকে দেওয়া সেই স্মারকে আবার নরেন্দ্র মোদিরই ছবি ছিল। আর এসব নিয়েই কটাক্ষ করছে কংগ্রেস।
[আরও পড়ুন: বিহারে সেনার অনুশীলনে চরম বিপত্তি, কামানের গোলা ছিটকে মৃত্যু ৩ গ্রামবাসীর]
কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) কটাক্ষ করে বলেছেন, নিজের জীবিত অবস্থায় নিজের নামে হওয়া স্টেডিয়ামে নিজে গিয়ে সংবর্ধনা নিলেন। এর চেয়ে বেশি আত্মকেন্দ্রিকতা কিছু হতেই পারে না। যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি আবার বলছেন, নিজের ছবি, নিজের নামের স্টেডিয়ামে যেভাবে নিজের বন্ধুর ছেলের কাছ থেকে সংবর্ধনা নিলেন প্রধানমন্ত্রী, সেটা একমাত্র তাঁর পক্ষেই সম্ভব।