সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্ষের মধ্যেই ভূত! বেআইনিভাবে নোট বদলের অভিযোগে গ্রেফতার খোদ আরবিআই অফিসার। ধৃতকে মাইকেল বেঙ্গালুরু আরবিআই-এর সিনিয়র স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে সিবিআইয়ের বিশেষ দল। গ্রেফতার করা হয়েছে আট জন মধ্যস্থতাকারীকেও।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই আট জন্য মধ্যস্থতাকারী এমন লোকজন খুঁজে আনত। যারা বেহিসেবি ও কালো টাকার নোট বদল করতে চায় যে কোনও মূল্যে। অনৈতিকভাবে এই নোট বদলের জন্য ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়া হত। জানা গিয়েছে, কে মাইকেলের মাধ্যমে গত কয়েকদিনের মধ্যেই দেড় কোটিরও বেশি টাকা অদল-বদল করা হয়েছে।
ফাঁদ পেতেই এই দুর্নীতিচক্র ফাঁস করেন সিবিআইয়ের গোয়েন্দারা। ক্রেতা সেজে প্রথমে এক মধ্যস্থতাকারীর কাছে অবৈধভাবে নোট বদলের আর্জি জানানো হয়। তার সূত্র ধরেই বাকিদের গ্রেফতার করা হয়। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই অপারেশনে এখনও পর্যন্ত ৮ মধ্যস্থতাকারীর কাছ থেকে মোট ৯৩ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার হয়েছে।একই সিরিজের প্রচুর ২০০০ টাকার নোট রয়েছে। সিবিআইয়ের অনুমান, আরবিআই কর্তা মাইকেলকে জিজ্ঞাসা করে আরও বড় মাথার সন্ধান মিলতে পারে৷