সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একগুচ্ছ বিতর্ক আর সাফল্যের সাক্ষী থেকেছে এবারের বর্ডার-গাভাসকর সিরিজ। টানা টেস্ট ম্যাচ খেলার পর এবার দেশের মাটি ফিরতে চলেছে বিনোদনের বাইশ গজে। সৌজন্য আইপিএল-এর দশম মরশুম। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই বিশ্বক্রিকেটের তারকারা দেশ ভুলে ক্লাবের জার্সি গায়ে নেমে পড়বেন মাঠে।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে হায়দরাবাদে শুরু এবারের আইপিএল। তবে ক্রিকেটমহলের একাংশের দাবি, অন্যান্যবারের মতো এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ভক্তদের তেমন মাথা ব্যথা নেই। টানা ম্যাচ খেলার ক্লান্তিতে আর চোটের কবলে এবার আইপিএল-এর শুরুতে নেই একঝাঁক ভারতীয় তারকা। সেই কারণেই এবার টুর্নামেন্ট নিয়ে মানুষের উচ্ছ্বাস কম নজরে পড়ছে। তবে ক্রোড়পতি লিগের আকর্ষণ বাড়াতে কোনও ঘাটতি রাখছেন না আয়োজকরা। তাই উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি স্টেডিয়ামে প্রথম ম্যাচের আগেও দর্শকদের মনোরঞ্জনের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে বলিউড তারকাদের। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলছেন, শুধু একটি শহরই উদ্বোধনের আনন্দে মাতবে, সেটা ঠিক নয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিটি শহরেই কিছু না কিছু অনুষ্ঠানের আয়োজন করা হবে।
[আইপিএল-এ নতুন দল আনছে আমাজন!]
বুধবার যে হায়দরাবাদে পারফর্ম করবেন মডেল তথা অভিনেত্রী এমি জ্যাকসন, এই খবর তো সবাই জেনে গিয়েছেন। এবার জেনে নেওয়া যাক, বাকি স্টেডিয়ামগুলিতে কাদের দেখা যাবে। ৬ এপ্রিল পুণে বনাম মুম্বই ম্যাচের আগে মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম মাতাবেন অভিনেতা রীতেশ দেশমুখ। ৭ এপ্রিল রাজকোটে মুখোমুখি গুজরাট ও কেকেআর। সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম আলোকিত হবে টাইগার শ্রফের পারফরম্যান্সে। ১৩ এপ্রিল পাঞ্জাব-কলকাতা ম্যাচের আগে ইডেন গার্ডেনের মূল আকর্ষণ শ্রদ্ধা কাপুর ও মোনালি ঠাকুরের পারফরম্যান্স। ১৫ এপ্রিল দিল্লির ক্রিকেটপ্রেমীদের মন জয় করতে মঞ্চে নামবেন হট অ্যান্ড সিজলিং পরিণীতি চোপড়া। তবে বেঙ্গালুরু, ইনদওর ও মুম্বইয়ে কোন তারকাদের দেখা যাবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
[চ্যাম্পিয়ন্স ট্রফির আবার কী প্রয়োজন? প্রশ্ন তুললেন রবি শাস্ত্রী]
এবার আশা যাক দলের কথায়। চোটের কারণে প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে নামছেন না আরসিবি নেতা বিরাট কোহলি। তবে দলকে উৎসাহ দিতে মাঠেই থাকার কথা তাঁর। বিরাটের পরিবর্তে নেতৃত্বে দেবেন শেন ওয়াটসন। নিলামে অবিক্রিত থাকা ইশান্ত শর্মাকে আবার নিজেদের দলে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। আর তাঁকে নিয়ে বেশ মজার টুইট করলেন পাঞ্জাব ফ্রাঞ্চাইজির মেন্টর বীরেন্দ্র শেহবাগ।
Chat Conversation End
এদিকে, আইপিএল-এ পাক ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার আর্জি জানালেন অভিনেতা ঋষি কাপুর। তাঁর মতে আফগানিস্তান, বাংলাদেশের মতো পাকিস্তানের খেলোয়াড়দেরও এই টুর্নামেন্টে সুযোগ পাওয়া উচিত।
The post উদ্বোধনী অনুষ্ঠানে প্রচুর চমক থাকছে এবারের IPL-এ appeared first on Sangbad Pratidin.