shono
Advertisement

কেরিয়ারের ২৩ নম্বর গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস সেরেনার

শনিবার অস্ট্রেলিয়া ওপেনে দিদিকে হারিয়ে কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ড স্লাম খেতাব জিতলেন বর্তমান বিশ্বের টেনিস কুইন৷ The post কেরিয়ারের ২৩ নম্বর গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস সেরেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:28 AM Jan 28, 2017Updated: 06:03 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য ছিল স্পষ্ট৷ সেই সঙ্গে আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে৷ আর এই দুইয়ের মেলবন্ধনেই লক্ষ্যপূরণ হল৷ ওপেন এরার টেনিস ইতিহাসে লেখা হল এক নয়া অধ্যায়৷ যেখানে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালকিনের নামের পাশে জ্বলজ্বল করছে সেরেনা উইলিয়ামসের নাম৷ শনিবার অস্ট্রেলিয়া ওপেনে দিদিকে হারিয়ে কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ড স্লাম খেতাব জিতলেন বিশ্বের বর্তমান টেনিস কুইন৷

Advertisement

(ছয় বলে ৬ উইকেট! বল হাতে বাইশ গজের নয়া ‘যুবরাজ’ ক্যারি)

১৯৯৮ সালে মেলবোর্ন পার্কের কোর্টে দুই বোনের লড়াই দেখেছিল বিশ্ব৷ সেবার বোনকে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছিলেন ১৭ বছরের ভেনাস৷ সেই ঘটনার প্রায় ২০ বছর পেরিয়ে গিয়েছে৷ আজ দুই তারকাই পরিণত৷ আর সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে তাঁদের প্রতিদ্বন্দ্বিতাও৷ বছর কুড়ি পর এদিন মহিলা সিঙ্গলসের ফাইনালে ফের একটা ইতিহাস রচিত হল৷ তবে এবার দিদিকে মাটি ধরিয়ে সেই ইতিহাসে সেরার মুকুট মাথায় তুললেন সেরেনা৷ আর এরই সঙ্গে কিংবদন্তি স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্লামের রেকর্ডকে পিছনে ফেলে দিলেন মার্কিন তারকা৷ তাঁর সামনে এখন শুধুমাত্র সর্বকালের সেরা মহিলা টেনিস তারকা মার্গারেট কোর্ট৷ যিনি ওপেন ও পেশাদার এরা মিলিয়ে মোট ২৪টি মেজর খেতাব ঝুলিতে ভরেছিলেন৷

(অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে সানিয়া)

ভেনাসকে হারানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে এদিন রড লেভার এরিনার কোর্টে নেমেছিলেন সেরেনা৷ ১ ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে বিশ্বের ১৩ নম্বর ভেনাসকে ৬-৪, ৬-৪ স্ট্রেট সেটে উড়িয়ে দেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সেরেনা৷ সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হতেই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যান তিনি৷ উচ্ছ্বসিত সেরেনা বলছেন, “বিশ্বাসই করতে পারছি না, আমি ফের এক নম্বরে৷ আগে ট্রফির নম্বর নিয়ে ভাবতাম না৷ শুধু নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য ছিল৷ এখন এটা নিয়ে কথা বলতেই পারি৷ ২৩, ২৪, ২৫… কোনও কিছুই যথেষ্ট নয়৷” নিজের কৃতিত্ব দিদির সঙ্গেই ভাগ করে নিলেন সেরেনা৷

Your #AusOpen 2017 champion @serenawilliams doing a lap of honour with the Daphne Akhurst Memorial Cup. pic.twitter.com/OOiMQfvcwI

— #AusOpen (@AustralianOpen) January 28, 2017

The post কেরিয়ারের ২৩ নম্বর গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস সেরেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement