সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গুলির লড়াইয়ে কাঁপল ছত্তিশগড়। শুক্রবার নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে ৭ মাওমাদী। এই অভিযানে আহত হয়েছেন ৩ জওয়ানও।
পুলিশ সূত্রে খবর, এদিন নারায়ণপুর জেলার একাধিক অঞ্চলে মাওবাদীদের আত্মগোপন করে থাকার খবর মিলেছিল। সেই খবরের ভিত্তিতেই যৌথ অভিযানে নামে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। তল্লাশির সময় মাওবাদীদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই বাঁধে। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে। অভিযান শেষে সেখান থেকে ৭ নকশালের দেহ উদ্ধার হয়। পরে এই এনকাউন্টার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
[আরও পড়ুন: আশা জাগিয়েছে উত্তরপ্রদেশ, ‘ধন্যবাদ যাত্রা’য় নামছে কৃতজ্ঞ কংগ্রেস]
প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই গোটা রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছিল নিরাপত্তাবাহিনী। লক্ষ্য ছিল মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে শান্তিপূর্ণভাবে ভোটপ্রক্রিয়া সম্পন্ন করা। যার সুফলও মিলেছে। চলতি বছর এনিয়ে ১২২ জন নকশাল নিকেশ হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে।
এর আগে গত ২৩ মে নারায়ণপুর ও বিজাপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে খতম হয়েছিল ৭ মাওবাদী। ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তার আগে ৩০ এপ্রিল নারায়ণপুর ও কাঙ্কের জেলার সীমান্তে তিন মহিলা-সহ ১০ মাওবাদী নিকেশ হয় এনকাউন্টারে। সেই মাসেই কাঙ্কেরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় ২৯ মাওবাদী।