shono
Advertisement
Barasat College

পরীক্ষা চলাকালীন এসএফআই কর্মসূচি, বারাসত কলেজে ধুন্ধুমার, মুখ ফাটল পুলিশের

আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে এসএফআইয়ের মিছিল। তার থেকেই দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী।
Published By: Suhrid DasPosted: 03:17 PM Dec 17, 2024Updated: 07:44 PM Dec 17, 2024

অর্ণব দাস, বারাসত: বারাসত কলেজে সেমেস্টার পরীক্ষা চলাকালীন এসএফআইয়ের কর্মসূচি। আর জি কর কাণ্ড নিয়ে কলেজের গেটের বাইরের বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ-স্লোগান। পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে বলে তাঁদের বাধা দিতে যায় তৃণমূল ছাত্র পরিষদ। আর তার থেকেই তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআইয়ের মধ্যে ধুন্ধুমার। মারমুখী হয়ে ওঠে দুই পক্ষ। সংঘর্ষ থামাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। হামলার মধ্যে পড়ে এক পুলিশ কর্মী জখম হয়েছেন বলেও খবর।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার বারাসত কলেজে সেমেস্টারের পরীক্ষা চলছিল। বেলার দিকে এসএফআই কর্মী-সমর্থকরা ওই এলাকায় জড়ো হন। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে মিছিল শুরু করেন তাঁরা। মিছিল ওই কলেজ গেটের সামনে পৌঁছয়। তুমুল স্লোগানিং চলে কলেজ গেটের সামনে। কলেজে পরীক্ষা চলছে। কোনওভাবেই সেখানে স্লোগানিং করা যাবে না। সেই দাবি তুলে পাল্টা কলেজের গেটের সামনে পৌঁছয় তৃণমূল ছাত্র পরিষদের লোকজন। শুরু হয়ে যায় দুই তরফের জন্য বিবাদ। তারপরেই হাতাহাতি।

মুহূর্তে সেই জায়গা রণক্ষেত্র হয়ে যায়। ওই কলেজের অদূরেই শিয়ালদহ-বনগাঁ রেলপথ। কলেজের সামনে দিয়েই গিয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। বিক্ষোভ আরও এগিয়ে যায় ১১ নম্বর রেলগেটের সামনে। সেই বিবাদ অদূরে বারাসত গভর্মেন্ট কলেজের সামনেও শুরু হয়ে যায়। টিএমসিপি ও এসএফআইয়ের মধ্যে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। গোটা এলাকা যানজটে স্তব্ধ হয়ে যায়। বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সংঘর্ষের মধ্যে পড়ে এক পুলিশ কর্মীর মুখ ফেটে যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুই পক্ষকেই পুলিশ দূরে সরানোর চেষ্টা করে। কিন্তু প্রাথমিকভাবে তা করা কার্যত অসম্ভব হয়ে পড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রণক্ষেত্র বারাসত কলেজ এলাকা।
  • তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআইয়ের মধ্যে ধুন্ধুমার।
  • ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ।
Advertisement