সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গান করার ক্ষমতা হারিয়েছেন। গানে মন দিন।’ এমনই কড়া শব্দে শানকে (Shaan) আক্রমণ করেন এক নেটিজেন। এবার সেই ট্রোলের পালটা দিলেন বলিউডের বিখ্যাত গায়ক। বুঝিয়ে দিলেন, এত সহজে কটাক্ষ করে পার পাওয়া যাবে না।
ঠিক কী কারণে ট্রোলের মুখে পড়তে হয় বাঙালি গায়ককে? আসলে প্রায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধিতে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে রাজনৈতিক নেতা থেকে বিনোদন জগতের তারকা, অনেকেই পেট্রল-ডিজেলের দাম নিয়ে মোদি সরকারের সমালোচনা করেছেন। এই মূল্যবৃদ্ধি নিয়ে আর পাঁচজনের মতোই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন শান। লিখেছিলেন, “পেট্রলের দামের উপর কেন GST বসাচ্ছে না কেন্দ্র? কেন এতে এত বেশি কর লাগে? সত্যিই কি এর পিছনে কোনও যুক্তি আছে? কেউ আমায় দয়া করে একটু বোঝাবেন?” এই পোস্টটির পরই এক নেটিজেন তীব্র ভাষায় আক্রমণ করেন গায়ককে। লেখেন, “নিজের গানে মন দিন। গান গাওয়ার ক্ষমতা তো হারিয়েছেন। আর যে বিষয়টা বোঝেন না, তাতে নাক গলানোর প্রয়োজন নেই।”
[আরও পড়ুন: সক্রিয় রাজনীতিতে নাম লেখাবেন? ব্রিগেড থেকে মুখ খুললেন শ্রীলেখা]
শানকে এভাবে কটাক্ষ করায় স্বাভাবিকভাবেই তুমুল বিতর্ক তৈরি হয়। গায়কের মুখ খোলার আগেই ওই নেটিজেনকে একহাত নেন শানের অনুরাগীরা। তাঁরা পালটা প্রশ্ন করেন, “আপনি বলে দেবেন শানকে গানে মন দিতে হবে কি না? দু’লাইন গাইতে জানেন?” আবার একজন লেখেন, “অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজে তাতে শিক্ষা গ্রহণ করুন। এমন কথা বলছেন যেন আপনি লতা মঙ্গেশকরের মতো গান।” এরপরই ট্রোলিংয়ের মোক্ষম জবাবটি আসে শানের তরফে। ঠান্ডা মাথার গায়ক ওই নেটিজেনকে লেখেন, “আমি জিজ্ঞেসই করেছি যাতে কেউ আমায় বিষয়টা বুঝিয়ে বলেন। আর আপনাকে জিজ্ঞেস করছি, আপনি মিউজিকের কী বোঝেন যে আমায় বোঝাতে আসছেন? আমি গানের ক্ষমতা হারিয়েছি?” এরপর অবশ্য আর পালটা দেওয়ার সাহস দেখাননি ওই নেটিজেন।