shono
Advertisement

আরও ঘনীভূত শাহজাহান অন্তর্ধান রহস্য, ফের জামিনের আবেদন সন্দেশখালির ‘বাদশা’র

এর আগে ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি।
Posted: 04:43 PM Jan 31, 2024Updated: 06:52 PM Jan 31, 2024

অর্ণব দাস, বারাকপুর: অন্তরালে থেকেও একের পর এক আদালতের দ্বারস্থ শেখ শাহজাহান। ফের আগাম জামিনের আবেদন সন্দেশখালির ‘বাদশা’র। বারাসত আদালতের দ্বারস্থ তৃণমূল নেতা। এর আগে ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডির আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি।

Advertisement

রেশন দুর্নীতি মামলার তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেদিন থেকেই নিখোঁজ শাহজাহান। এর পর ২৪ তারিখও সেখানে গিয়ে ইডি তল্লাশি চালায়। শাহজাহানের তালাবন্ধ বাড়ির সামনে তাঁকে ইডি দপ্তরে হাজিরার নোটিস টাঙিয়ে দিয়ে আসা হয়। কিন্তু সেই নোটিসেও সাড়া দেননি সন্দেশখালির তৃণমূল নেতা। গত সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি তিনি।

[আরও পড়ুন: বাংলায় নয়, রাহুলের গাড়ির কাচ ভেঙেছে বিহারে, নীতীশের দিকে আঙুল তুলে ‘নিন্দা’ মমতার]

উলটে আইনি রক্ষাকবচ চেয়ে নিজের সই করা হলফনামা দিয়ে আগাম জামিনের আবেদন করেন। মঙ্গলবার তিনি আগাম জামিনের আবেদন জানান ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালতে। শেখ শাহজাহানের সই করা হলফনামা আদালতে পেশ করেই তাঁর আগাম জামিনের আবেদন জানিয়েছেন আইনজীবী জাকির হোসেন। তা গ্রহণ করে আগামী ৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছে ব্যাঙ্কশাল আদালত। শুনানি পিছনোর পরই এবার বারাসত আদালতের দ্বারস্থ তৃণমূল নেতা। আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। বিচারক আইন মঞ্জুর করেন কিনা, সেটাই দেখার।

[আরও পড়ুন: কাজের অভাব নেই! অভিশপ্ত টানেলে কাজে ফেরা মানিকদের ঘরে ফেরার ডাক মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার